খড়গ্রামে আমাদের পাড়া আমাদের সমাধানে রাস্তা, বসার জায়গার দাবি
বর্তমান | ০৩ আগস্ট ২০২৫
সংবাদদাতা, কান্দি: শনিবার খড়গ্রাম ব্লকের বালিয়া পঞ্চায়েতের ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পে বাসিন্দারা যোগ দিলেন স্বতঃস্ফূর্তভাবে। সেখানে কেউ রাস্তা মেরামতির দাবি করলেন। কেউ চাইলেন প্রবীণদের জন্য একটু বসার জায়গা। সেই সব দাবি লিপিবদ্ধ করা হল রেজ্যুলিউশন খাতায়।
এদিন ওই পঞ্চায়েতের ৫৯ নম্বর বালিয়াহাট প্রাথমিক বিদ্যালয়ে প্রকল্পের আয়োজন করা হয়েছিল। সেখানে খড়গ্রাম বিডিও মিলনী দাস ও খড়গ্রাম বিধায়ক আশিস মার্জিত যৌথভাবে প্রকল্পের সূচনা করেন। উপস্থিত ছিলেন খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু আখতারা বেগম, প্রাক্তন বালিয়া পঞ্চায়েত প্রধান গোকুল ঘোষ, জেলা পরিষদ সদস্য শাশ্বত মুখোপাধ্যায় প্রমুখ।
সকাল ১০ বাজতেই স্থানীয় চন্দ্রসিংহবাটির দু’টি ও বালিয়াহাটের একটি বুথের বাসিন্দারা সেখানে হাজির হন। সকলের চোখে মুখে ছিল খুশির ছাপ। বাসিন্দাদের আলাদা ঘরে বসার জায়গা করা হয়েছিল। সূচনার পর সংশ্লিষ্ট পঞ্চায়েতের আধিকারিকরা বাসিন্দাদের সমস্যার কথা লিপিবদ্ধ করতে থাকেন।
এদিন বালিয়াহাট বুথের পক্ষ থেকে ৩৪ জন ও চন্দ্রসিংহবাটি গ্রামের দু’টি বুথের যথাক্রমে ২০ জন ও ১৬ জন সমস্যার কথা তুলে ধরেন। চন্দ্রসিংহাটির শাহানুর বেগম বলেন, বাড়ির সামনের সামন্য রাস্তার জন্য বছরভর কষ্ট পাচ্ছি। সেটা জানালাম। প্রবীণ আমিনা বেওয়া বললেন, পাড়ার লোকজনের সঙ্গে একটু আড্ডা দেওয়ার জায়গা করতে বলেছি। এই ব্যবস্থা করলে শেষ বয়সে অনেক আনন্দ পাব। বালিয়াহাট গ্রামের শফিকুল ইসলাম বলেন, বড় কিছু চাইনি। পাড়ার দু’-একটি জায়গায় ডাস্টবিন ও তিনটি মোড়ে আলোর ব্যবস্থা করতে বলেছি।
খড়গ্রাম বিডিও বলেন, পাড়ার মানুষ কী চাইছেন, এটা জানার জন্য রাজ্য সরকার এই প্রকল্পের সূচনা করেছেন। তবে প্রয়োজন ভিত্তিতে যেটি আগে দরকার সেটি করা হবে। আগামী ১৫ জানুয়ারির মধ্যে প্রকল্পের কাজ শেষ করা আমাদের লক্ষ্য।
খড়গ্রাম বিধায়ক জানান, প্রকল্পের এদিন প্রথমদিন ছিল। কিন্তু, যেভাবে মানুষের আগ্রহ দেখলাম তাতে আমরা সকলেই আপ্লুত। বালিয়া পঞ্চায়েতের প্রাক্তন প্রধান গোকুলবাবু বলেন, রাজ্য সরকারের এই প্রকল্প শুধু মানুষের সমস্যা মেটাবে তা নয়, যা দেখলাম তাতে মানুষের মধ্যে ঐক্যও তৈরি হয়েছে।