• জলমগ্ন ঘাটাল, ৫ আগস্ট আসতে পারেন মুখ্যমন্ত্রী
    বর্তমান | ০৩ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: টানা বৃষ্টির জেরে জলমগ্ন ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা। এবার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে জেলা সফরে আসতে পারেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে ইতিমধ্যেই জেলা প্রশাসনে তোড়জোড় শুরু হয়েছে। প্রশাসনের আধিকারিকরা জানাচ্ছেন, সব ঠিক থাকলে আগামী ৫ আগস্ট জেলায় আসতে পারেন মুখ্যমন্ত্রী। তিনি ঘাটালের বেশকিছু এলাকা পরিদর্শন করবেন। রাত্রিযাপন করবেন মেদিনীপুর শহরের সার্কিট হাউসে। ৬ আগস্ট সকালে কলকাতার উদ্দেশে তিনি রওনা দেবেন।

    জেলাশাসক খুরশিদ আলি কাদরি বলেন, শুনেছি মুখ্যমন্ত্রী আসতে পারেন। জেলা সব দিক থেকেই প্রস্তুত। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। ২৪ ঘণ্টা নজরদারি চালানো হচ্ছে। মেদিনীপুরের বিধায়ক তথা মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা বলেন, শুনেছি আমাদের সকলের অভিভাবক আসছেন। উনি বেশকিছু এলাকায় যাবেন। বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার পর থেকে মুখ্যমন্ত্রী নিয়মিত খোঁজ খবর নিয়েছেন।

    প্রসঙ্গত, গত ১৮ জুন থেকে লাগাতার বৃষ্টি হচ্ছে। তাতেই গড়বেতা-১ ও ২ ব্লকের বিস্তীর্ণ এলাকার মানুষ সমস্যায় পড়েছেন। ওই এলাকা থেকে জল তাড়াতাড়ি নেমে গেলেও ঘাটাল মহকুমার একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ে। বর্তমানে ঘাটালের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। এনিয়ে এখানে তিনবার বন্যা পরিস্থিতি তৈরি হল। বন্যা পরিস্থিতির জেরে জেলায় তিন হাজারের বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিন থেকে চার হাজার হেক্টর ফসলেরও ক্ষতি হয়েছে। ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অজিত মাইতি বলেন, পুলিস ও প্রশাসন সর্বদা মানুষের পাশে থেকেছেন। মুখ্যমন্ত্রী আসবেন বলে শুনেছি। উনি এলে সাধারণ মানুষের মনোবল আরও বাড়বে।
  • Link to this news (বর্তমান)