• বীরভূমে আমাদের পাড়া, আমাদের সমাধান কর্মসূচি ঘিরে ব্যাপক সাড়া
    বর্তমান | ০৩ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা, বীরভূম: শনিবার বীরভূম জেলায় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির সূচনা হল। প্রথম দিনে জেলাজুড়ে ২৮টি শিবির হয়। প্রতিটি শিবিরেই দুয়ারে সরকারের ক্যাম্পও বসেছিল। প্রথমদিনের শিবিরে ব্যাপক সাড়া মিলেছে বলে জানা গিয়েছে। জেলার সিউড়ি, রামপুরহাট ও বোলপুর মহকুমার শহর থেকে শুরু করে মফস্‌সলের বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে শিবিরে যোগ দিয়েছিলেন। এদিনের শিবিরে কংগ্রেস ও সিপিএম নেতারাও এসেছিলেন।

    জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিন ২৮টি শিবির থেকে বি঩কেল ৫টা পর্যন্ত দুই শতাধিক প্রস্তাব লিপিবদ্ধ হয়েছে। সেই তালিকায় রাস্তা সংস্কার ও তৈরি ছাড়াও পানীয় জল, পথবাতি, নিকাশি ব্যবস্থার উন্নতি সহ একাধিক প্রস্তাব রয়েছে। ডেপুটি স্পিকার তথা জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির চেয়ারপার্সন আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, প্রথম দিনের শিবিরে মানুষের ঢল নেমেছিল। দলমত নির্বিশেষে অনেকেই শিবিরে যোগ দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী দল না দেখে সাধারণ মানুষের হয়ে কাজ করেন। এটাই তাঁর কৃতিত্ব।

    সরকারি নির্দেশানুসারে প্রতিটি শিবিরে দেওয়া প্রস্তাবগুলি পোর্টালে আপলোড করতে হবে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকাল ৫টা পর্যন্ত মোট ২৯৮টি প্রস্তাব নথিভুক্ত হয়েছে। সব থেকে বেশি প্রস্তাব এসেছে ময়ূরেশ্বর-২ ব্লক থেকে। এই ব্লক থেকেই ১০১টি প্রস্তাব জমা পড়েছে। এছাড়াও সিউড়ি-১, বোলপুর শ্রীনিকেতন, মুরারই ব্লকের সাধারণ মানুষও উন্নয়নের স্বপক্ষে তাঁদের মতামত জানিয়েছেন। এদিন সকালে সিউড়ি-১ ব্লকের খটঙ্গা অঞ্চলে শিবির পরিদর্শন করেন বিধায়ক বিকাশ রায়চৌধুরী। রামপুরহাটের একাধিক শিবির পরিদর্শন করেন আশিস বন্দ্যোপাধ্যায়। 

    এদিন রামপুরহাটের শিবিরে যোগ দিয়েছিলেন সিপিএম নেতা সঞ্জীব মল্লিক ও কংগ্রেস নেতা সাহাজাদা হোসেন কিনু। এলাকার উন্নয়নের স্বার্থে তাঁরা রাস্তা মেরামতের প্রস্তাব দেন। তাঁরা একযোগে বলেন, প্রশাসনের চোখে ছানি পড়েছে। ক্যাম্পের সামনে রাস্তা খারাপের মতো এতবড় সমস্যা থাকতে তারা পাড়ার সমস্যা খুঁজতে বেরিয়েছে। এবিষয়ে আশিসবাবু বলেন, এই কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায় বুথ পিছু ১০ লক্ষ টাকা করে দিচ্ছেন। এখানে ১ ও ১৪ মিলিয়ে সাতটি বুথ রয়েছে। তিনটি বুথ মিলে একটি রেজ্যুলেশন করে ১০ লক্ষ টাকা করে দিলে এই রাস্তার খারাপের সমাধান হয়ে যাবে। এছাড়া মন্ত্রী পুলক রায়ের সঙ্গে কথা বলে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই রাস্তার মাঝের কিছুটা অংশ পুরসভার অধীন। বাকিটা পিডব্লুডির। তাই রাস্তার ওই অংশটুকু সংস্কারের জন্য জেলাশাসক পিডব্লুডি দপ্তরে চিঠি দিয়েছেন। 

    বোলপুরের ১৫ নম্বর ওয়ার্ডের শ্রীনিকেতন রোড সংলগ্ন টাউন লাইব্রেরিতে আয়োজিত শিবিরে মানুষ তাঁদের মতামত জানিয়েছেন। উপস্থিত ছিলেন ডব্লুবিএসআরডিএ’র চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, বোলপুরের মহকুমা শাসক অয়ন নাথ, পুরসভার চেয়ারপার্সন পর্ণা ঘোষ সহ অন্যান্য আধিকারিকরা। লাভপুরের জামনা ও ঠিবা অঞ্চলের শিবির পরিদর্শন করেন বিধায়ক অভিজিৎ সিনহা।

    এদিনের শিবিরে যোগ দিয়ে বোলপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের গৃহবধূ শোভা খাতুন বলেন, আমাদের পাড়ার সমস্যার কথা বলতে পারছি এটাই বড় পাওনা। এর জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। মৌসুমি মুখোপাধ্যায়, স্বপ্না চক্রবর্তীরা পাড়ার জল, ড্রেন, রাস্তা সহ বিভিন্ন সমস্যার কথা জানিয়েছেন।

    বোলপুরের ১৫ নম্বর ওয়ার্ডে আমাদের পাড়া, আমাদের কর্মসূচিতে অনুব্রত মণ্ডল। শনিবার।-নিজস্ব চিত্র 
  • Link to this news (বর্তমান)