শুরু ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’, মিলছে ‘দুয়ারে সরকার’ পরিষেবা, কী বললেন মমতা
হিন্দুস্তান টাইমস | ০৩ আগস্ট ২০২৫
আজ শনিবার থেকেই রাজ্যজুড়ে শুরু হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত নতুন উদ্যোগ 'আমাদের পাড়া, আমাদের সমাধান' প্রকল্প। শনিবার নিজের এক্স হ্যান্ডলে এই কর্মসূচির সূচনা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। লক্ষ্য একটাই প্রতিটি পাড়ার ছোটখাটো সমস্যা সরাসরি প্রশাসনের নজরে এনে দ্রুত সমাধান করা।
এই কর্মসূচিকে রাজ্য সরকারের তরফে ‘অনন্য’ উদ্যোগ বলেই ব্যাখ্যা করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর কথায়, ‘এটা দেশের মধ্যে প্রথম। আজ আমরা আমাদের পাড়া আমাদের সমাধান নামে আর একটি নতুন প্রকল্প চালু করলাম। এটা একটা অনন্য স্কিম।’ প্রথম দিনেই রাজ্যজুড়ে আয়োজিত হল ৬৩২টি শিবির। শুধু সমস্যার শুনানি নয়, এসব ক্যাম্প থেকেই মিলছে 'দুয়ারে সরকার'-এর একাধিক পরিষেবাও। প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী, এই শিবিরগুলি চলবে ৬০ দিন ধরে। প্রথম ৩০ দিন হবে জনশুনানি, তারপর শুরু হবে বাস্তবায়ন পর্যায়। জেলা পর্যায়ে প্রতি তিনটি বুথ মিলিয়ে একটি করে ক্যাম্প, আর কলকাতা পুর এলাকায় প্রতি দু’টি বুথে একটি করে শিবির হচ্ছে। রাজ্যজুড়ে মোট বুথের সংখ্যা ৮০ হাজারেরও বেশি। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, প্রতিটি বুথের জন্য বরাদ্দ হচ্ছে ১০ লক্ষ টাকা করে অর্থাৎ মোট বরাদ্দ ৮ হাজার কোটি টাকারও বেশি।
কী কী সমস্যার সমাধান হবে এই প্রকল্পে? এলাকাভিত্তিক রাস্তার আলো বসানো, ছোট রাস্তাঘাট সংস্কার, পানীয় জলের সমস্যা, স্থানীয় জলাশয়ের উন্নয়ন, বাজার ও প্রাথমিক বিদ্যালয়ের পরিকাঠামো সংস্কার, সৌন্দর্যায়নের কাজ সবকিছুই জায়গা পেয়েছে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’- এর তালিকায়। এই উদ্যোগকে কেন্দ্র করে ইতিমধ্যেই তৎপর হয়েছে জেলা প্রশাসন ও পুরসভাগুলি। রাজ্য সরকার আশা করছে, জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় স্তরের সমস্যা দ্রুত চিহ্নিত করে তার কার্যকর সমাধান সম্ভব হবে।