• রোহিঙ্গা ইস্যুতে দিঘায় মিছিলের অনুমতি পেলেন শুভেন্দু অধিকারী, শর্ত আরোপ আদালতের
    হিন্দুস্তান টাইমস | ০৩ আগস্ট ২০২৫
  • রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। সেই ইস্যুতে পথে নামার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরের দিঘায় রোহিঙ্গা ইস্যুতে মিছিলের ডাক দিয়েছিলেন তিনি। কিন্তু প্রশাসনের তরফে সেই মিছিলের অনুমতি পাওয়া যাবে কিনা, তা নিয়ে শুরু থেকেই তৈরি হয় জট। শেষপর্যন্ত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু। আর সেই আবেদনের ভিত্তিতে হাইকোর্ট অবশেষে তাঁর মিছিলে অনুমতি দিল।


    তবে অনুমতির পাশাপাশি একাধিক শর্তও আরোপ করেছে আদালত। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানি হয়। আদালত জানিয়ে দেয়, মিছিল শুরু করতে হবে দিঘা বাইপাসে অবস্থিত বিবেকানন্দের মূর্তির সামনে থেকে এবং শেষ করতে হবে দিঘা যুব আবাস পর্যন্ত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আদালতের নির্দেশে এই মিছিলে সর্বাধিক ২ হাজার লোক অংশ নিতে পারবেন। এর বেশি লোক কোনও অবস্থাতেই মিছিলে থাকতে পারবেন না। মিছিল শুরুর সময় নির্ধারিত হয়েছে সন্ধ্যা সাড়ে সাতটা এবং তা শেষ করতে হবে রাত সাড়ে নটার মধ্যে।

    জানা যাচ্ছে, মিছিলের নেতৃত্বে থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজে। গত কয়েক সপ্তাহ ধরেই রাজ্যে রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে বিজেপি বারবার অভিযোগ তুলে সুর চড়াচ্ছে। শুভেন্দু অধিকারী সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নিশানা করে অভিযোগ করেছেন, রাজ্যে অবৈধ রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে প্রশাসন। শুভেন্দুর দাবি, এই অনুপ্রবেশ শুধু আইনশৃঙ্খলার সমস্যা তৈরি করছে না, জাতীয় নিরাপত্তার দিক থেকেও বিপজ্জনক হয়ে উঠেছে। তাঁর অভিযোগ, শাসকদল রাজনৈতিক উদ্দেশ্যে সীমান্তবর্তী এলাকায় অবৈধ অনুপ্রবেশকারীদের ব্যবহার করছে।এই অবস্থায়, দিঘার মতো গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রে মিছিলের ডাক যে নিছক প্রতিবাদ নয়, তা বুঝিয়ে দিয়েছে বিজেপি নেতৃত্ব।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)