করদাতাদের অর্থের অপচয়, পুজোর অনুদান ইস্যুতে আদালতের পথে বিরোধীরা
হিন্দুস্তান টাইমস | ০২ আগস্ট ২০২৫
পুজোর মুখে রাজ্য সরকারের ঘোষিত আর্থিক অনুদান নিয়ে রাজনৈতিক বিতর্ক ফের তুঙ্গে। এবারও এই অনুদান থামাতে কোমর বেঁধেছেন বিরোধীরা। শুক্রবার সিপিএম সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার বিরুদ্ধে হাইকোর্টে যাচ্ছেন।
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, এবছর প্রতিটি দুর্গাপুজো কমিটি পাবে ১ লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান। কয়েক হাজার পুজো কমিটি এই অনুদান পায়, ফলে বিশাল অঙ্কের অর্থ বরাদ্দ হয় রাজ্য সরকারের তরফে। সরকারের যুক্তি, পুজো রাজ্যের সাংস্কৃতিক ও অর্থনৈতিক পরিকাঠামোর গুরুত্বপূর্ণ অঙ্গ। এই অনুদান তারই এক অংশ। কিন্তু বিরোধীরা একে দেখছেন করদাতাদের অর্থের অপচয় হিসেবে। বিকাশবাবু এদিন জানান, তিনি হাই কোর্টে যাবেন। তবে পুজো এগিয়ে আসায় আর ছুটি শুরু হয়ে যাওয়ায় সময় খুব কম। শুনানি শুরু হতে হতে পুজো এসে যাবে। হাইকোর্ট সূত্রে জানা গিয়েছে, শুক্রবার এই বিষয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন বিজেপির আইনজীবীরা। ২০২০ সালে অনুদানের বিরোধিতায় যে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল, সেটির প্রসঙ্গ টেনে ফের আদালতে বিষয়টি উত্থাপন করা হয়। সেই মামলাতেই নতুন করে আবেদন জমা দেওয়ার অনুমতি দিয়েছে আদালত।
প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে রাজ্যের এই অনুদান নীতি আদালতের নজরে এলেও, এখনও পর্যন্ত হাই কোর্ট কখনই সরকারকে অনুদান বন্ধ করতে নির্দেশ দেয়নি। বরং প্রতিবারই শুনানির পর শুধুমাত্র পর্যবেক্ষণেই সীমাবদ্ধ থেকেছে আদালত। তবে বিরোধীদের কৌশল স্পষ্ট। বিকাশরঞ্জনের কথায়, এই ইস্যু স্পর্শকাতর। আদালত হয়তো কড়া কথা বলবে, কিন্তু আদেশ দেবে না। তারিখের পর তারিখ চলবে। তবুও জনমানসে এই বার্তা পৌঁছে যাবে যে সরকার কীভাবে ট্যাক্সের টাকা বিলি করছে। এই অবস্থায়, অনুদান বিতর্ক ফের চড়া রাজনীতির আলোচ্য বিষয় হয়ে উঠেছে।