• মহকুমা হাসপাতালে মুখ্যমন্ত্রীর ঘোষণা মেনে স্ক্যান পরিষেবা চালু
    দৈনিক স্টেটসম্যান | ০২ আগস্ট ২০২৫
  • দীর্ঘ প্রতীক্ষার পর খড়গপুর মহকুমা হাসপাতালে আজ স্ক্যান পরিষেবা চালু হল। গত ২০২৪ সালের ১২ মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। দেড় বছর বাদে সেই লক্ষ্য পূরণ হওয়ায় খুশি মহকুমা হাসপাতালে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং খড়্গপুরের সাধারণ মানুষ। পিপিপি মডেলে এই স্ক্যান পরিষেবা দেওয়া হবে। তার জন্য অত্যাধুনিক ৮০ স্লাইসড স্ক্যান মেশিন বসানো হয়েছে।

    মহকুমা হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার ডা. গৌতম মাইতি বলেন, হাসপাতালের ইনডোরে ভর্তি রোগী, আউটডোরে বসা বিশেষজ্ঞ ডাক্তারদের পাঠানো রোগী এবং ইমার্জেন্সিতে আসা রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে স্ক্যান করা হবে। বাইরে থেকে আসা রোগীদের জন্য রেট চার্ট টাঙিয়ে দেওয়া হয়েছে। সুপার

    ডা. মাইতি জানান, স্ক্যান করার সঙ্গে সঙ্গেই প্লেট দিয়ে দেওয়া হবে। দুই থেকে তিন ঘন্টা পরে চূড়ান্ত রিপোর্ট দেওয়া হবে। অনলাইনে কলকাতায় ছবি পেয়ে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রিপোর্ট দেবেন। সবচেয়ে খুশির কথা, চব্বিশ ঘন্টাই এই পরিষেবা চালু থাকবে। সুপার বলেন, আমরা বেসরকারি সংস্থাকে অনুরোধ জানিয়েছি, হাসপাতালের রোগীদের যেন অগ্রাধিকার দেওয়া হয়। বাইরে থেকে আসা রোগীদের ক্ষেত্রে তাঁরা আলাদা স্লট দেবেন বলে আমাদের জানিয়েছেন। হার্ট ছাড়া বিভিন্ন অঙ্গের স্ক্যান পরিষেবা এই মেশিনের মাধ্যমে পাওয়া যাবে।

    হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হেমা চৌবে বলেন, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি খড়গপুর মহকুমা হাসপাতালে বহু প্রতীক্ষিত এই স্ক্যান পরিষেবা চালু করার জন্য। আগামী দিনে বেসরকারি সংস্থার হাত ধরে নানান ধরনের পরীক্ষার পরিষেবা মহকুমা হাসপাতালে পাওয়া যাবে এই আশা রাখছি। বহু সাধারণ গরিব মানুষ উপকৃত হবেন।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)