• জমা জলে সাঁতার বিজেপি বিধায়কের, পাল্টা তৃণমূলের
    দৈনিক স্টেটসম্যান | ০২ আগস্ট ২০২৫
  • নদিয়ার চাকদহ-বনগাঁ রাজ্য সড়কের জমা জল নিয়ে বিক্ষোভে শোরগোল এলাকায়। বামেদের প্রতিবাদের পর শুক্রবার জমা জলে সাঁতার কাটলেন বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ। পাল্টা এলাকা ‘জয় বাংলা’ ও ‘জয় শ্রীরাম’ স্লোগান উত্তাল হয়ে ওঠে। বিধায়ক বঙ্কিম ঘোষ বলেন, কয়েক বছর ধরে এই রাস্তার হাল বেহাল। যাতায়াতকারী সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের চরম দুর্ভোগে পড়ে। কিন্তু রাস্তা সাড়াই হয়নি।

    যদিও তৃণমূলের দাবি, জমা জলে মাছ ধরতে নেমেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। চাকদহের পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মণ্ডল বলেন, নাটক করছে বিজেপি। এই রাস্তা ঠিক করতে অনেক টাকা লাগবে। প্রশাসনের শীর্ষস্তরে আমাদের কথা হয়েছে। পুজোর পরই কাজ শুরু করা হবে। লাগাতার বৃষ্টির জেরে চাকদহ চৌমাথা থেকে রথতলা পর্যন্ত রাস্তায় জল জমে রয়েছে। সেই জমা জল নিয়ে শুরু রাজনৈতিক দড়ি টানাটানি।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)