লের ৪ হাজারেরও বেশি নেতাকে নিয়ে আগামী ৮ আগস্ট মেগা ভার্চুয়াল বৈঠক ডেকেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার দলের তরফে সংশ্লিষ্টদের এ কথা জানানো হয়েছিল এবং বৃহস্পতিবার সেই খবর প্রকাশ্যে আসে। কিন্তু শুক্রবারই সেই বৈঠকের দিন বদল হল। অভিষেকের দপ্তর থেকে জানানো হয়েছে, তিন দিন এগিয়ে আসছে বৈঠক। অর্থাৎ ৮ আগস্টের বদলে বৈঠক হবে ৫ আগস্ট। তবে ঠিক কী কারণে ২৪ ঘণ্টার মধ্যে বৈঠকের দিন বদল হল, আনুষ্ঠানিক ভাবে তৃণমূলের তরফে তার কোনও নির্দিষ্ট কারণ জানানো হয়নি। তবে ঘরোয়া আলোচনায় সম্ভাব্য একাধিক কারণের কথা জানা যাচ্ছে।
প্রথমত, সাংসদ অভিষেকের বৈঠকের মূল বিষয় হতে চলেছে ভোটার তালিকায় নিবিড় সমীক্ষা বা ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ নিয়ে সাংগঠনিক করণীয় বিষয়। কমিশন সূত্রে জানা যাচ্ছে, শীঘ্রই বাংলায় এসআইআর সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হতে পারে। সেই মর্মে রাজ্য নির্বাচন কমিশনের কাছে চিঠিও দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। তাই রাজনৈতিক মহলের ধারণা, পরিস্থিতি সাপেক্ষে বৈঠকের দিন এগিয়ে আনা হয়েছে। তাছাড়া, ৯ অগস্ট রাখিপূর্ণিমা এবং ‘ভারত ছাড়ো দিবস’ উপলক্ষে তৃণমূলের ঘোষিত কর্মসূচিও রয়েছে জেলায় জেলায়। সেই প্রস্তুতি যাতে ব্যাহত না হয়, সে কারণে ঠিক তার আগের দিন বৈঠক করা হচ্ছে না। তা ছাড়া, সংসদের অধিবেশনও চলছে। পাশাপাশি আগামী বৃহস্পতিবার এসআইআর প্রত্যাহারের দাবিতে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাওয়ের সিদ্ধান্তও নিয়েছে ‘ইন্ডিয়া’ জোট। সুতরাং, এসআইআর সংক্রান্ত সাংগঠনিক কর্তব্য দ্রুত দলীয় নেতাকর্মীদের বুঝিয়ে দিতে হবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
দ্বিতীয়ত, রাজ্য সরকারের তরফে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে যা আনুষ্ঠানিক ভাবে শুরু হচ্ছে শনিবার থেকেই। সেই কর্মসূচিতেও সংগঠনকে পুরোদস্তুর নামাতে চায় তৃণমূল। অভিষেকের বৈঠক থেকে সেই সংক্রান্ত বার্তাও থাকতে পারে। তৃতীয়ত, ৮ আগস্ট ঝাড়গ্রাম সফরে থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর সফরের সময়ে ঝাড়গ্রাম ও সংলগ্ন জেলার দলীয় নেতাকর্মী, জনপ্রতিনিধিরা সেখানে ব্যস্ত থাকবেন। ফলে নির্দিষ্ট দিনটিকে এড়ানো হতে পারে। উল্লেখ্য, দলের সমস্ত জেলা সভাপতি, সাংসদ, বিধায়ক, পুরনিগমের মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারম্যান, পুরসভাগুলির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদের সমস্ত সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতিদের ওই বৈঠকে যোগ দিতে বলা হয়েছে। পাশাপাশি, দলের শাখা সংগঠনগুলির সভাপতি, মূল দলের রাজ্য কমিটির সকল সদস্য এবং কলকাতা পুরসভার সমস্ত কাউন্সিলরকেও থাকতে বলা হয়েছে অভিষেকের ডাকা ভার্চুয়াল বৈঠকে। বীরভূম এবং উত্তর কলকাতার ক্ষেত্রে কোর কমিটির সমস্ত সদস্যকে মেগা বৈঠকে ডাকা হয়েছে।