ESIC-তে ২৪৩টি পদে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ, কীভাবে আবেদন? রইল লিংক
আজ তক | ০২ আগস্ট ২০২৫
সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন তরুণদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। কর্মচারী রাজ্য বিমা কর্পোরেশন (ESIC) অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ২৪৩টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। আগ্রহী প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট esic.gov.in-এ গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ১৫ সেপ্টেম্বরের আগে আবেদন করতে পারবেন।
কতগুলি পদে নিয়োগ?
জেনারেল বিভাগ - ৯৭টি পদ
এসসি বিভাগ - ৪০টি পদ
এসটি বিভাগ - ১৮টি পদ
OBC বিভাগ – ৬৩টি পদ
EWS বিভাগ – ২৫টি পদ
জানুন শিক্ষাগত যোগ্যতা
এমডি অথবা এমএস ডিগ্রি থাকতে হবে। ডিগ্রি অর্জনের পর সিনিয়র রেসিডেন্ট হিসেবে ৩ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা:
জেনারেল (পুরুষ): সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর
ESIC-তে কর্মরত মেডিকেল অফিসারদের জন্য ৫ বছরের ছাড়।
কীভাবে নির্বাচন করা হবে?
সাক্ষাৎকারের ভিত্তিতে নির্বাচন করা হবে।