• কৃষ্ণনগরের শিল্পীর হাতে তৈরি বঙ্গবন্ধু শেখ মুজিবুরের আবক্ষ মূর্তি যাচ্ছে বাংলাদেশে
    দৈনিক স্টেটসম্যান | ০২ আগস্ট ২০২৫
  • বাংলাদেশে ‘কোটা’ বিরোধী আন্দোলনের সময় দেশের ইতিহাস থেকে বঙ্গবন্ধুর অস্তিত্ব মুছে দিতে চেয়েছিলেন আন্দোলনকারীদের একাংশ৷ সেজন্য সেদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একের পর বিশালাকার মূর্তি ভেঙে দিয়েছিলেন তাঁরা ৷ অথচ এপার বাংলায় তৈরি বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তি সেই বাংলাদেশেই একটি বাড়িতে স্থান পেতে চলেছে ৷

    ওপার বাংলার এক নাগরিক নিঝুম মজুমদার এই মূর্তির বায়না দিয়েছেন ৷ নিজের সন্তানদের বাংলাদেশের স্রষ্টা তথা জাতির পিতাকে চেনাতেই এই আবক্ষ মূর্তি তিনি নিজের বাড়িতে স্থাপন করবেন ৷ নিজের সোশাল মিডিয়া পেজে সেকথা জানিয়েছেন নিঝুম ৷

    এই মূর্তি তৈরির কাজ করছেন নদিয়ার কৃষ্ণনগরের ভাস্কর রানা মল্লিক। সেই কাজ প্রায় শেষের পথে। রানার স্টুডিয়োতেই এখন রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই আবক্ষ মূর্তি ৷ আগামী তিন-চারদিনের মধ্যে সেটি বাংলাদেশের উদ্দেশে রওনা হয়ে যাবে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)