• ৬৬ বছর বয়সে প্রয়াত অভিনেতা নীলাদ্রি লাহিড়ী, 'আমার সব শেষ হয়ে গেল...' বাবাকে হারিয়ে শোকস্তব্ধ মেয়ে সম্পূর্ণা
    আজকাল | ০১ আগস্ট ২০২৫
  • প্রয়াত অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ীর বাবা নীলাদ্রি লাহিড়ী। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। বাবাকে হারিয়ে শোকস্তব্ধ সম্পূর্ণা।

    বাংলা টেলিজগতে পরিচিত মুখ নীলাদ্রি লাহিড়ী। নাট্যজগতেও তাঁর পরিচিতি রয়েছে। 'শুভদৃষ্টি', 'মিঠাই', 'মহাপীঠ তারাপীঠ', 'জগদ্ধাত্রী' ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শক মনে জায়গা করে নেন। ধারাবাহিকে অভিনয়ের আগে থেকেই তিনি নাটকে সুখ্যাতি অর্জন করেন। বেশ কয়েকটি বাংলা ছবিতেও অভিনয় করেন। এছাড়া পরিচালনার কাজেও দক্ষ তিনি৷

    শোনা যায়, বেশ কিছু দিন ধরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন নীলাদ্রি লাহিড়ী। হার্টের সমস্যায় ভুগছিলেন বর্ষীয়ান অভিনেতা। সম্প্রতি তাঁর বাইপাস সার্জারি হয়েছিল বলে জানিয়েছেন মেয়ে সম্পূর্ণা৷ কিন্তু শেষরক্ষা আর হল না। মঙ্গলবার ৬৬ বছর বয়সে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।

    আজকাল ডট ইন-কে সম্পূর্ণা বলেন, "কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল বাবার। কিছুদিন আগে বাইপাস হয়। আজ চেকআপ ছিল। চেকআপের সময়ও দিল না...।" বাবার হার ধরেই অভিনয় জগতে পা রেখেছিলেন সম্পূর্ণা। বাবাকে ঘিরেই ছিল তাঁর জগৎ। আচমকা এই অঘটন ঘটায় ভেঙে পড়েছেন অভিনেত্রী। শোক সামলাতে পারছেন না। আবেগঘন হয়ে তিনি বলেন, "আমার সব কিছু শেষ হয়ে গেল। বাবাই আমার সব ছিল।"
  • Link to this news (আজকাল)