• 'এই পুরস্কার ভরসা দিল...' বাংলা ছবি 'ডিপ ফ্রিজ' জাতীয় পুরস্কার পাওয়ায় আর কী বললেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়
    আজকাল | ০১ আগস্ট ২০২৫
  • শুক্রবার প্রকাশ্যে এল ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নামের তালিকা। এবার সেরা বাংলা ছবির শিরোপা জিতল পরিচালক অর্জুন দত্তের ছবি 'ডিপ ফ্রিজ'। এই ছবিতে অভিনয় করেছিলেন আবির চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, দেবযানী চট্টোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়।

    মূলত সম্পর্কের টানাপোড়েনের গল্প বলেছে 'ডিপ ফ্রিজ'। বিচ্ছেদ পরবর্তী সময়ে স্বামী-স্ত্রীর জীবনের পরবর্তী অধ্যায় নিয়েই এই ছবির গল্প। ছবিতে আবিরের চরিত্রের নাম স্বর্ণাভ আর 'মিলি'র চরিত্রে অভিনয় করেছেন তনুশ্রী। দীর্ঘদিন বিবাহবিচ্ছিন্ন স্বর্ণ ও মিলি কীভাবে তাঁদের আবেগ, যন্ত্রণা লুকিয়ে রেখেছেন তা এই ছবিতে তুলে ধরা হয়েছিল।

    'ডিভ ফ্রিজ' পুরস্কার পাওয়ায় কেমন লাগছে আবির চট্টোপাধ্যায়ের? আজকাল ডট ইন-কে তিনি বলেন, "অবশ্যই ভাল লাগছে। যেহেতু অর্জুনের সঙ্গে আমার প্রথম কাজ সেই কারণে আরও ভাল লাগছে। ছবিটা আমরা অনেক আগে ২০২৩ সালে শুট করেছিলাম। সেই স্মৃতিগুলো যেন ফিরে আসছে।" ঘটনাচক্রে আজই ছিল আবির অভিনীত 'পুতুল নাচের ইতিকথা' র প্রিমিয়ার। অভিনেতার কথায়, "আজই আমি আর এক নতুন ছবির শুটিং শুরু করেছি। সঙ্গে জাতীয় পুরস্কার জয়ের খবর যেন ত্র‍্যহস্পর্শ।"

    'ডিপ ফ্রিজ'-এর হাত ধরে জাতীয় মঞ্চে ফের একবার বাংলার জয়গান। এই পুরস্কার প্রাপ্তি বাংলা ছবিকে আরও কতটা এগিয়ে দিল? কী মনে করেন আবীর? অভিনেতা বলেন, "সেটা তো সময় বলবে। অর্জুন নবীন পরিচালক হলেও ওর কাজ সকলের ভাল লেগেছে। যা অর্জুনকে আরও সাহস দেবে। আরও ভাল কাজ করতে পারবে। আমাদেরকেও সাহস জোগাবে।" অভিনেতার আরও সংযোজন, "আমি যেভাবে ব্যক্তিগতভাবে চরিত্রকে বিশ্লেষণ করি, যেরকম স্ক্রিপ্ট এলে হ্যাঁ বলি, সেই সিদ্ধান্ত বোধহয় ঠিকঠাক হচ্ছে৷ এই পুরস্কার যেন আমায় সেই ভরসা দিল। জাতীয় পুরস্কারের চেয়ে আর কোনও বড় পুরস্কার ভারতবর্ষে নেই। সেটা পাওয়া নিশ্চিতভাবে বড় ব্যাপার।"

    জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন শাহরুখ খান— তাঁর ৩৩ বছরের কেরিয়ারের প্রথম জাতীয় সম্মান!ভারতীয় বক্স অফিসের রাজপাট তো বহুদিন আগেই দখল করেছিলেন তিনি, এবার তিন দশক পর 'বাদশা'র ঝুলিতে এল দেশের সর্বোচ্চ সিনেমা সম্মানের স্বীকৃতিও। ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে শাহরুখ খানের নাম ঘোষণা হতে সারা দেশে তাঁর অনুরাগীমহলে শুরু হয়েছে বিজয়োল্লাস। আর একই বছরে 'ডিপ ফ্রিহ'-এর এই পুরস্কার কতটা বিশেষ হয়ে উঠল? আবিরের কথায়, "আমার মনে হয় আমার আনন্দটা বোধহয় ডাবল হয়ে গেল। এত বছর পর যখন শাহরুখ পেয়েছেন আমি ডাবল হ্যাপি।"

    প্রসঙ্গত, এদিন শাহরুখের সঙ্গে যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার পেলেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি। ‘টুয়েল্ফথ ফেল’ ছবির সৌজন্যে। অন্যদিকে, ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে অভিনয়ের সুবাদে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন রানি মুখার্জি। কস্টিউম ডিজাইনা এবং রূপটান —এই দুই বিভাগেই সেরা হয়েছে ‘স্যাম বাহাদুর’।
  • Link to this news (আজকাল)