• বেআইনি নির্মাণ না ভাঙার বদলে টাকা নিচ্ছে পুরসভা, বিস্মিত হাইকোর্ট, কী নির্দেশ?
    হিন্দুস্তান টাইমস | ০২ আগস্ট ২০২৫
  • টাকার বিনিময়ে বেআইনি নির্মাণে ছাড়! এমনই অভিযোগ উঠেছে আসানসোল পুরসভার বিরুদ্ধে। যা শুনে বিস্মিত কলকাতা হাই কোর্ট। অভিযোগ, আসানসোল পুরসভা বেআইনি নির্মাণ না ভাঙার বদলে এক সংস্থার কাছ থেকে ২০ লক্ষ টাকা নিয়েছে। এমনকি পরে আরও টাকা দাবি করা হয়। এই অভিযোগ সামনে আসতেই কড়া প্রতিক্রিয়া দিল হাইকোর্ট। শুক্রবার বিচারপতি গৌরাঙ্গ কান্ত সাফ জানিয়ে দেন, এই অভিযোগের ভিত্তিতে আসানসোল পুরসভার বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়ের করতে হবে। পুলিশকে তদন্তে নামার নির্দেশও দেন তিনি। পাশাপাশি মামলাটি জরুরি ভিত্তিতে শুনানির জন্য সোমবার রেখেছে আদালত।


    আদালতে পেশ হওয়া মামলার বিবরণ অনুযায়ী, আসানসোল পুরসভা এলাকার একটি কারখানা সম্প্রসারণে অনুমতি চেয়েছিল একটি সংস্থা। কিন্তু, পুরসভা জানায়, নির্মাণটি বেআইনি। ফলে ভাঙার নোটিশও পাঠানো হয়। গত ৫ জুলাই ভাঙার দিন ঠিক করা হয়েছিল। তবে অভিযোগ, সংস্থাটি পুরসভাকে ২০ লক্ষ টাকা দেওয়ার পর সেই ভাঙার সিদ্ধান্ত বাতিল করা হয়। এখানেই শেষ নয় অভিযোগ, পরে পুরসভার তরফে আরও ২০ লক্ষ টাকা দাবি করা হয়।

    মামলাকারী সংস্থার আইনজীবীর বক্তব্য, পুরসভা একরকম চাপ দিয়ে টাকা আদায় করছে। বলছে, টাকা দিলে বেআইনি নির্মাণ ভাঙা হবে না। তারা আসানসোল জেনারেল ফান্ডের নামে অর্থ নিচ্ছে। এটা একেবারে দুর্নীতির সামিল। এই অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি গৌরাঙ্গ কান্ত। তিনি প্রশ্ন তোলেন, একটি পৌর সংস্থা কীভাবে এভাবে বেআইনি নির্মাণ রক্ষা করার শর্তে টাকা নিতে পারে? এটা প্রশাসনিকভাবে গুরুতর অপরাধ। এর পেছনে যদি কোনও দুর্নীতির ছক থেকে থাকে, তাহলে তা তদন্ত করে উদঘাটন করা প্রয়োজন। এই নির্দেশের পর রাজ্যের প্রশাসনিক মহলে শুরু হয়েছে চাঞ্চল্য। আদালতের নজরে আসা এই অভিযোগ আসানসোল পুরসভার স্বচ্ছতা ও কার্যপদ্ধতি নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। আগামী সোমবারের শুনানিতে নতুন কী তথ্য উঠে আসে, এখন সেদিকেই নজর সবার।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)