• আসানসোল পুরসভার বিরুদ্ধে এফআইআর-এর নির্দেশ হাইকোর্টের
    দৈনিক স্টেটসম্যান | ০২ আগস্ট ২০২৫
  • টাকা দিলে নির্মাণ বেআইনি হলেও কোনও পদক্ষেপ করবে না আসানসোল পুরসভা। এই অভিযোগ সামনে আসায় পুরসভার বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। শুক্রবার এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। শুনানি চলাকালীন বিচারপতি গৌরাঙ্গ কান্ত জানিয়েছেন, আসানসোল পুরসভার বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে। আগামী সোমবার জরুরি ভিত্তিতে মামলাটির শুনানি হবে।

    সম্প্রতি আসানসোল পুরসভা এলাকায় একটি কারখানার সম্প্রসারণের কাজ করতে চেয়ে আবেদন জানায় একটি সংস্থা। প্রথমে পুরসভা তাদের জানায়, কারখানার নির্মাণ বেআইনিভাবে করা হয়েছে। সেই মর্মে নির্মাণ ভাঙার নোটিশ দেয় পুরসভা। ৫ জুলাই কারখানাটি ভাঙার কথা ছিল। কিন্তু সংস্থার তরফে ২০ লক্ষ টাকা দেওয়া হলে নির্মাণ ভাঙার সিদ্ধান্ত থেকে সেই সময়ের মতো সরে আসে পুরসভা। কিন্তু পুরসভা পরে সংস্থার কাছ থেকে আরও ২০ লক্ষ টাকা চায়। এর পরেই ওই সংস্থাটি হাইকোর্টের দ্বারস্থ হয়।

    শুনানি চলাকালীন সংস্থার আইনজীবী জানিয়েছেন, পুরসভা তাঁর মক্কেলকে জানিয়েছিল, টাকা দিলে বেআইনি নির্মাণ ভাঙা হবে না। বারংবার টাকা চাওয়া হচ্ছিল। আসানসোল জেনারেল ফান্ডের নামে এই টাকা আদায় করা হচ্ছিল। পুরসভার বিরুদ্ধে এই অভিযোগ শুনে বিস্ময় প্রকাশ করে হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ, পুরসভা ২০ লক্ষ টাকা নেওয়ার কথা কীভাবে বলতে পারে? পুরসভার বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়ের করতে হবে। টাকার বিনিময়ে এমন কাজ করা অপরাধ। সম্পূর্ণ ঘটনাটির তদন্ত করার নির্দেশ দেন বিচারপতি গৌরাঙ্গ কান্ত।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)