• শিয়ালদহে কোন প্ল্যাটফর্ম থেকে কোন লোকাল ছাড়বে? ঘোষণা রেলের
    দৈনিক স্টেটসম্যান | ০২ আগস্ট ২০২৫
  • ভিড়ের জন্য প্রায় প্রতিদিনই সমস্যায় পড়েন শিয়ালদহের ট্রেনযাত্রীরা। প্ল্যাটফর্ম খুঁজে বের করতে গিয়ে নাজেহাল হন বহু যাত্রী। শিয়ালদহ স্টেশন থেকে একদিকে যেমন ছাড়ে ব্যারাকপুর, রানাঘাট, কৃষ্ণনগর লোকাল, ঠিক তেমনই বনগাঁ, হাসনাবাদ, ডানকুনি লাইনের ট্রেন ছাড়ে। প্ল্যাটফর্ম ঘোষণার পর তাই ভিড় ঠেলে ট্রেন ধরতে গিয়ে সমস্যায় পড়েন অনেকেই। যাত্রীদের হয়রানি কমাতে এবার বড় সিদ্ধান্ত নিল পূর্ব রেল। শিয়ালদহ স্টেশনের কোন প্ল্যাটফর্ম থেকে কোন শাখার ট্রেন ছাড়বে তা নির্দিষ্ট করে দেওয়া হল। এর ফলে নির্দিষ্ট রুটের যাত্রীদের ট্রেন ধরার সময় অনেকটাই সুবিধা হবে।

    রেল সূত্রে খবর, ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে কৃষ্ণনগর, গেদে, রানাঘাট, শান্তিপুর, নৈহাটি, কল্যাণী সীমান্ত এবং ব্যারাকপুর লোকাল ছাড়বে। ৫ থেকে ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে ডানকুনি এবং বারুইপাড়া লোকাল। ৬ থেকে ১০ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে বনগাঁ, বারাসত, হাবরা, দত্তপুকুর, গোবরডাঙা, ঠাকুরনগর, হাসনাবাদ, দমদম ক্যান্টনমেন্ট এবং মধ্যমগ্রাম লোকাল। ৯ এবং ১১ থেকে ১৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে মেল এবং এক্সপ্রেস ট্রেন ছাড়বে। শিয়ালদহ দক্ষিণ শাখার ১৫ থেকে ২১ নম্বর প্লাটফর্ম থেকে ছাড়বে ডায়মন্ড হারবার, লক্ষীকান্তপুর, সোনারপুর, নামখানা, বারুইপুর, ক্যানিংগামী লোকাল ট্রেনগুলি।

    রেলের তথ্য অনুযায়ী, দেশের সবচেয়ে ব্যস্ত শিয়ালদহ স্টেশনে ফি দিন যাতায়াত করেন ১৫ থেকে ১৮ লক্ষ যাত্রী। কলকাতা শহরের সঙ্গে মফস্বল এলাকাগুলির যোগাযোগ স্থাপনের কেন্দ্র এই শিয়ালদহ স্টেশন। প্রতিদিন এখানে অন্তত ৯১৫টি লোকাল ট্রেন চলাচল করে। অফিসের ব্যস্ত সময়ে ট্রেন ধরার হুড়োহুড়ি পড়লে যাত্রীরা সমস্যায় পড়েন। তাঁদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে রেল। রেল সূত্রে খবর, সাধারণ যাত্রীদের ভোগান্তি কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে। যাত্রীরা কোন দিকে যাবেন, সেই অনুযায়ী ট্রেনটি কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়তে পারে, তার আগাম আন্দাজ পেয়ে যাবেন তাঁরা। দ্রুত এই ব্যবস্থা কার্যকর হবে বলে জানা যাচ্ছে। রেলের এই ঘোষণায় নিঃসন্দেহে স্বস্তি বাড়ল নিত্যযাত্রীদের।

    যাত্রী চলাচল আরও সুবিধাজনক করতে এবার শিয়ালদহ স্টেশন চত্বরে বসতে চলেছে ব্যারিকেড। আগামী ১৫ আগস্টের মধ্যে এই ব্যারিকেড পরীক্ষামূলকভাবে চালু করা হবে। শিয়ালদহ ডিভিশন সূত্রে জানা গিয়েছে, দৈনিক ১৫ থেকে ১৮ লক্ষ যাত্রী যাতায়াত করে এই স্টেশন দিয়ে। তাঁদের সুবিধার জন্য এই ব্যারিকেড দেওয়ার পরিকল্পনা। বিআর সিং হাসপাতাল ও শিয়ালদহ আদালতের সামনের রাস্তা যেখানে রেল চত্বরে মিলে গিয়েছে, সেখান থেকে শুরু হবে চারটি লেন। স্টেশনের দিকে ঢুকতে একেবারে বাঁদিকের লেনটি যাত্রীদের যাতায়াতের জন্য। বাকি তিনটি লেন ভিআইপি গাড়ি, অ্যাপ ক্যাব ও অটোর জন্য ব্যবহৃত হবে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)