শিয়ালদায় এবার প্ল্যাটফর্ম অনুযায়ী ট্রেন, জানুন কোন স্টেশনে কোন লাইনের গাড়ি দাঁড়াবে
আজ তক | ০২ আগস্ট ২০২৫
ডিসপ্লে বোর্ডের দিকে তাকিয়ে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে ছোটার দিন শেষ। এবার থেকে শিয়ালদা স্টেশনে সব ট্রেনের জন্য 'ফিক্সড' প্ল্যাটফর্ম করার কথা ঘোষণা করল রেল। এতে অফিস টাইমে ভিড়, ধাক্কাধাক্কি এড়িয়ে যাত্রা করা সুবিধা হবে। কোন প্ল্যাটফর্ম থেকে কোন সেকশনের ট্রেন পাবেন? জানুন।
কোন প্ল্যাটফর্ম থেকে কোন সেকশনের ট্রেন ছাড়বে?
শিয়ালদায় ভারতের ব্যস্ততম স্টেশনগুলির মধ্যে একটি প্রতিদিন ১৫-১৮ লক্ষ যাত্রী যাতায়াত করে। কলকাতা এবংশহরতলির পরিবহনের লাইফলাইন শিয়ালদা স্টেশন। প্রতিদিন গড়ে ৯১৫টি শহরতলির লোকাল ট্রেন এই ডিভিশন জুড়ে ট্রেন চলে। সকাল ও সন্ধের ব্যস্ত সময়ে যাত্রীদের প্রচুর ভিড়ের কারণে, যাত্রীরা স্টেশন চত্বর এবং শিয়ালদা স্টেশনের কনকোর্স এলাকায় চলাচলে অসুবিধার সম্মুখীন হন।
ট্রেনে চলাচল সহজ করার জন্য, ভিড় এড়াতে শিয়ালদা দক্ষিণ, বনগাঁ, হাসনাবাদ, কৃষ্ণনগর, গেদে, ডানকুনি বিভাগ ইত্যাদির জন্য বিভিন্ন ট্রেনের জন্য নির্দিষ্ট প্ল্যাটফর্ম করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।