সামশেরগঞ্জে অশান্তি, সিটকে দ্রুত তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের, থাকবে বাহিনী
হিন্দুস্তান টাইমস | ০১ আগস্ট ২০২৫
সামশেরগঞ্জের সাম্প্রতিক অশান্তি নিয়ে গঠিত বিশেষ তদন্তকারী দল -কে দ্রুত তদন্ত সম্পূর্ণ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমার-এর ডিভিশন বেঞ্চ জানায়, চার মাস পার হয়ে গেলেও তদন্তের কাজ এখনও অসম্পূর্ণ। মূল অভিযুক্তরা এখনও অধরা। এমন পরিস্থিতিতে সিটকে দ্রুত পদক্ষেপের নির্দেশ দিয়েছে আদালত।
হাইকোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, পরবর্তী শুনানির আগেই তদন্ত শেষ করতে হবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। সেই সঙ্গে রাজ্যের ডিজি-কে গোটা ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিন রাজ্যের তরফে আদালতে জানানো হয়, ঘটনায় এখনও পর্যন্ত ৫৮৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া একাধিক চার্জশিট জমা দেওয়া হয়েছে। তবে বহু অভিযুক্ত এখনও পলাতক। তদন্ত চলছে বলেও জানানো হয়। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, যেহেতু পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, তাই পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সামশেরগঞ্জে বিএসএফ-এর ১০ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে। একইসঙ্গে ক্ষতিগ্রস্তদের যথাযথভাবে চিহ্নিত করে পুনর্বাসনের উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথাও বলেছে আদালত।
উল্লেখ্য, ওয়াকফ আইন সংশোধনের প্রতিবাদে সামশেরগঞ্জের ধুলিয়ান ও সংলগ্ন এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই সময় হরগোবিন্দ দাস এবং চন্দন দাস নামে দুই ব্যক্তির মৃত্যুর ঘটনায় উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে কেন্দ্রীয় বাহিনী নামাতে বাধ্য হয় প্রশাসন। এরপর মামলাটি পৌঁছয় কলকাতা হাই কোর্টে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করেন ও ক্ষতিপূরণের ঘোষণা দেন। আগামী সাত সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি হবে। তবে তার আগে তদন্তের গতি ও কার্যকারিতা নিয়ে রাজ্য প্রশাসনকে আদালতের এই নির্দেশ স্পষ্ট।