• নিয়োগ দুর্নীতিতে ইডির কাছে সময় চাইলেন, ফের হাজিরা এড়ালেন মন্ত্রী চন্দ্রনাথ
    হিন্দুস্তান টাইমস | ০১ আগস্ট ২০২৫
  • প্রাথমিকো নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে চাপে পড়েও ফের একবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাজিরা এড়ালেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। আজ বৃহস্পতিবার ইডি-র দফতরে তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু, বোলপুরের এই তৃণমূল বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পমন্ত্রী হাজিরা এড়িয়ে যান। ফলে দ্বিতীয়বার ইডি-র সমন অগ্রাহ্য করলেন তিনি। এই অবস্থায় ইডি কী পদক্ষেপ করবে? তাই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।


    সূত্রের খবর অনুযায়ী, চন্দ্রনাথ সিংহ বৃহস্পতিবারও নিজ বাসভবনেই ছিলেন। ইডি-কে তিনি জানিয়েছেন, প্রয়োজনীয় নথিপত্র এখনও গোছানো হয়নি, সেই কারণেই তিনি সময় চেয়েছেন। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আশ্বস্ত করেছেন, সমস্ত সম্পত্তি-সংক্রান্ত কাগজপত্র প্রস্তুত করে খুব শীঘ্রই হাজিরা দেবেন তিনি। উল্লেখ্য, তদন্তকারী সংস্থা চন্দ্রনাথ এবং তাঁর পরিবারের স্থাবর ও অস্থাবর সম্পত্তির পূর্ণ বিবরণ চেয়েছে। কিন্তু নির্ধারিত দিনে মন্ত্রী অনুপস্থিত থাকায় তদন্তে গতি শ্লথ হয়েছে বলেই মনে করছেন তদন্তকারীরা।

    এর আগেও গত ২৬ জুলাই মন্ত্রীকে তলব করেছিল ইডি। তবে সেইবারও তিনি হাজির হননি। ওইদিন সকালে চন্দ্রনাথ সিংহের বাড়িতে তল্লাশি চালায় ইডি। সেখান থেকে উদ্ধার করা হয় নগদ ৪১ লক্ষ টাকা এবং বাজেয়াপ্ত করা হয় মন্ত্রীর মোবাইল ফোন। পরে জানা যায়, সেই মোবাইলের ফরেনসিক বিশ্লেষণের প্রয়োজনেই তাঁকে ফের ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু এ বারেও তাঁর অনুপস্থিতি তদন্তকে আরও জটিল করে তুলছে। ইডি সূত্রে খবর, বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের সঙ্গে আর্থিক লেনদেন সংক্রান্ত সূত্র ধরেই উঠে এসেছে চন্দ্রনাথের নাম। সেই সূত্রেই তাঁকে জিজ্ঞাসাবাদের পরিকল্পনা করেছিল তদন্তকারী সংস্থা।দুইবার ডাকা সত্ত্বেও না যাওয়ায় এখন প্রশ্ন উঠেছে, চন্দ্রনাথ সিংহের বিরুদ্ধে কি আইনি পদক্ষেপ নিতে চলেছে ইডি? তদন্তে বারবার অনুপস্থিতির ফলে তার প্রভাব কতটা পড়বে মামলার গতিপ্রকৃতিতে? সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)