পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের চিকিৎসা ব্যবস্থায় যুক্ত হল আরও এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এবার স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করেই বিনামূল্যে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের সুযোগ মিলবে সরকারি হাসপাতালে। রাজ্য সরকারের এই নতুন সিদ্ধান্তে থ্যালাসেমিয়া, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, ব্লাড ক্যান্সার, লিম্ফোমা ও মাইলোমার মতো কঠিন রোগে আক্রান্ত বহু রোগী উপকৃত হবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পরিসংখ্যান বলছে, সরকারি হাসপাতালে প্রথম বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট শুরু হলেও বেসরকারি হাসপাতালে ট্রান্সপ্ল্যান্টের সংখ্যা অনেক বেশি।
বর্তমানে পশ্চিমবঙ্গের ৯টি হাসপাতালে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করা হয়, যার মধ্যে ২টি সরকারি হাসপাতাল। পূর্ব ভারতে প্রথম এই চিকিৎসা শুরু হয়েছিল ২০০৯ সালে, কলকাতার এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ২০১১ সালে মেডিক্যাল কলেজ হাসপাতালেও চালু হয় এই পরিষেবা। তবে এতদিন পর্যন্ত বেশির ভাগ ট্রান্সপ্ল্যান্টই হতো বেসরকারি হাসপাতালে, যেখানে চিকিৎসার খরচ পড়ে প্রায় ৮ থেকে ২০ লক্ষ টাকা।
এনআরএস-এর হেমাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক তুফানকান্তি দলুই বলেন, ‘আমাদের হাসপাতালে আগামী দিনে ৬০ জন রোগীর বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের পরিকল্পনা রয়েছে।’ তিনি জানান, এনআরএস কর্তৃপক্ষই স্বাস্থ্যসাথী স্কিমে এই চিকিৎসা অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছিলেন রাজ্য সরকারকে। হেমাটোলজি বিশেষজ্ঞ অধ্যাপক রাজীব দে বলেন, ‘বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টই হল থ্যালাসেমিয়া ও রক্তঘটিত জটিল রোগগুলির জন্য সবচেয়ে কার্যকরী চিকিৎসা। সাত বছরের মধ্যে থ্যালাসেমিয়া রোগীর ট্রান্সপ্ল্যান্ট করলে সাফল্যের হার প্রায় ৯০ শতাংশ।’
স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে এই অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসার দরজা খুলে যাওয়ায় রাজ্যের বহু পরিবার এবার নতুন আশার আলো দেখছেন। চিকিৎসকদের মতে, এটি স্বাস্থ্য ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ।