• ‘পরিযায়ী শ্রমিকদের পুজোয় নতুন জামা কাপড় দিন’, উদ্যোক্তাদের বার্তা মুখ্যমন্ত্রীর
    হিন্দুস্তান টাইমস | ০১ আগস্ট ২০২৫
  • দুর্গাপুজোর আগেই মানবিক মুখ দেখাল রাজ্য প্রশাসন। ভিনরাজ্যে হেনস্তার শিকার হয়ে ফেরা পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাজ্যের পুজো উদ্যোক্তাদের উদ্দেশে আর্জি জানালেন, পুজোর আনন্দে এই শ্রমিক পরিবারগুলোকেও শামিল করুন। আর সম্ভব হলে, তাঁদেরও নতুন জামাকাপড় দিন।


    সম্প্রতি দিল্লি সহ একাধিক রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের উপর নির্যাতনের অভিযোগ ঘিরে রাজ্য জুড়ে উত্তাল রাজনীতি। একদিকে বিরোধীরা যখন কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগছে, অন্যদিকে মুখ্যমন্ত্রী এই ঘটনাকে শুধুই রাজনীতি না করে মানবিকতার প্রশ্ন হিসেবে তুলে ধরেছেন মত অনেকের। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যাঁরা ভিনরাজ্যে কাজ করতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন, তাঁরা যদি ফিরতে চান তাঁদের নিয়ে আসার সম্পূর্ণ দায়িত্ব নেবে রাজ্য সরকার। শুধু তাই নয়, তাঁদের কর্মশ্রী প্রকল্পে যুক্ত করা হবে। জব কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ডও দেওয়া হবে।

    এই প্রেক্ষিতেই তিনি পুজো উদ্যোক্তাদের প্রতি বিশেষ বার্তা দেন, যাঁরা ফিরে এসেছেন তাঁদের মধ্যে অনেকেই খুব খারাপ অবস্থায় দিন কাটাচ্ছেন। তাঁরা যাতে অন্তত এই পুজোয় একটা নতুন জামাকাপড় পরে হাসতে পারেন, সেটা ভাবার বার্তা দেন।।মুখ্যমন্ত্রীর কথায়, ‘ওঁদের নতুন জামা কাপড় দিন।’ উল্লেখ্য, রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই পরিযায়ী শ্রমিকদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, ফিরে আসা শ্রমিকদের খাদ্য, বাসস্থান ও কর্মসংস্থান এই তিনটি দিকেই জোর দেওয়া হচ্ছে। প্রশাসন চায়, তাঁদের জীবনে ফের আশার আলো জ্বলুক। দুর্গাপুজো যে কেবল ভক্তি বা আনন্দের সময় নয়, বরং একসাথে থাকার, পাশে থাকার সময় সেই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী। তাঁর অনুরোধ, পরিযায়ী শ্রমিকদের মুখেও যেন পুজোর দিনগুলোয় হাসি ফুটে ওঠে। বাঙালির শ্রেষ্ঠ উৎসবের ঠিক আগে এমন মানবিক আবেদন রাজ্যের সামগ্রিক রাজনৈতিক-সামাজিক প্রেক্ষাপটে একটি উল্লেখযোগ্য বার্তা বলেই মনে করছে রাজনৈতিক মহল।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)