• ‘আমাদের পাড়া আমাদের সমাধান’  প্রকল্পে কোনও খামতি রাখা যাবে, জেলাশাসকদের বার্তা মুখ্যমন্ত্রীর
    দৈনিক স্টেটসম্যান | ০১ আগস্ট ২০২৫
  • সামনেই পুজো। প্রশাসনিক কাজে ব্যস্ততা থাকবে। তার আগেই নতুন ‘পাড়া’ প্রকল্পে প্রশাসনিক তৎপরতার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নবান্নে জেলাশাসকদের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিলেন, নতুন ‘পাড়া’ প্রকল্পে কোনও খামতি রাখা যাবে না।  ‘দুয়ারে সরকার’-এর ব্যাপক সফলতার পর এবার ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ নামে নতুন প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কীভাবে এই প্রকল্পের কাজ এগোবে, তা ভিডিও উপস্থাপনার মাধ্যমে জেলাশাসকদের তারই রূপরেখা বোঝানো হয়। মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়ে বলেন, এই কাজে কোনও ঢিলেমি করা যাবে না।

    এদিন নবান্নে ওই বৈঠক শুরু হয় দুপুর সাড়ে ১২টা নাগাদ। হাজির ছিলেন রাজ্যের সমস্ত জেলার জেলাশাসকরা। এ ছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ এবং প্রশাসনের অন্য শীর্ষকর্তারা। বিভিন্ন বুথে স্বল্পদৈর্ঘ্যের রাস্তা নির্মাণ, পানীয় জল পরিষেবা, গ্রামাঞ্চলে ছোটখাটো সেতুর মেরামতি, স্কুলের পরিকাঠামো উন্নয়নের মতো ছোট ছোট দাবিপূরণ করাও এই প্রকল্পের লক্ষ্য।

    জানা গিয়েছে, আগামী ২ আগস্ট, শনিবার থেকে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের শিবির শুরু হতে চলেছে। চলবে ৩ নভেম্বর পর্যন্ত।  সরকারি পরিষেবা এবং এলাকার সমস্যার সমাধানকে বুথ স্তরে পৌঁছে দেওয়াই এই প্রকল্পের লক্ষ্য। কীভাবে শিবিরগুলি আয়োজন করতে হবে, কীভাবে সেখানে অভিযোগ জমা পড়বে এবং কীভাবে সেই সমস্ত সমস্যার সমাধান করতে হবে, তা ভিডিয়োর মাধ্যমে জেলাশাসকদের বোঝানো হয়। বিভিন্ন দপ্তরভিত্তিক কোনও সমস্যা হলে কীভাবে সেই সমস্যার সমাধান করা যাবে, তা-ও বুঝিয়ে দেওয়া হয়।

    গত ২১ জুলাই ধর্মতলায় সমাবেশের পরেই মুখ্যমন্ত্রী নতুন সরকারি প্রকল্প ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ ঘোষণা করেছিলেন। সেই প্রকল্প অনুযায়ী, তিনটি বুথ নিয়ে একটি পাড়া ধরা হয়েছে। এই প্রকল্পের অধীনে প্রতিটি বুথের জন্য বরাদ্দ করা হয়েছে ১০ লক্ষ টাকা। পরিকল্পনা অনুযায়ী, সরকারি আধিকারিকরা একেবারে বুথ স্তরে গিয়ে এলাকার মানুষের সমস্যার কথা শুনবেন। তার পর সেখানেই সমস্যার সমাধান করা হবে। এই মুহূর্তে রাজ্যে মোট ৮০ হাজার বুথ। সেই হিসেব অনুযায়ী, এই কর্মসূচিতে রাজ্যের মোট খরচ হবে ৮ হাজার কোটি টাকা।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)