পুজোয় এই প্রথম থিমের নামকরণ CM মমতার, মেট্রো নিয়ে বড় নির্দেশ! কার্নিভাল কবে?
হিন্দুস্তান টাইমস | ০১ আগস্ট ২০২৫
দুর্গাপুজোর থিম সং বেশ কয়েক বছর ধরেই লিখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুরও দিচ্ছেন। পুজো উদ্বোধনের সময় প্রতিমার চক্ষুদান করতেও দেখা গিয়েছে দিদিকে। তবে দুর্গাপুজোর থিমের নামকরণ সম্ভবত এই প্রথম। টালা প্রত্যয়ের পুজো সারা রাজ্যেই বিখ্যাত। সেই পুজোর এবারের বার্তা ছিল সবুজ রবে বাংলা। এই নিয়ে হ্যাশট্যাগও সোশাল মিডিয়ায় ভাইরাল। এবার এই পুজোর থিমের নামকরণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম রাখলেন ‘বীজ অঙ্গন’।
টালা প্রত্যয়ের এবারের থিম রূপায়ণে রয়েছেন বিখ্যাত শিল্পী ভবতোষ সুতার। গাছপালার প্রাণ পাবে এবারের মণ্ডপ। থিমের নামকরণ প্রসঙ্গে সংবাদ প্রতিদিনকে পুজো উদ্যোক্তা শুভ বসু বলেন, ‘কিছুদিন আগে একটি অনুষ্ঠানে দেখা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সেখানেই তিনি শতবর্ষে টালার থিম কী হচ্ছে, সেই নিয়ে বিস্তারিত জানতে চান। পুরোটা শোনার পর বলেন, এই থিমের নাম বীজ অঙ্গন হতে পারে।’ তৎক্ষণাৎ সেই নামটিই থিমের নাম হিসেবে সকলের পছন্দ হয়।
প্রসঙ্গত, টালা প্রত্যয়ের পুজোর নাম ঘোষণা হল ক্লাবগুলির অনুদান ঘোষণার দিন। বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ক্লাবকর্তাদের সঙ্গে একটি বৈঠক ছিল মুখ্যমন্ত্রীর। এই দিন বৈঠকে রাজ্য প্রশাসনের কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রতি বছর পুজোর দিনগুলো মেট্রোর অসহ্য ভিড়ে ভোগান্তির শিকার হন অসংখ্য যাত্রী। এই বছর যাতে মেট্রোর সংখ্যা বাড়ানো হয়, তার জন্য মুখ্যসচিবকে মনোজ পন্থকে আলোচনা করতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে লোকাল ট্রেনের ক্ষেত্রেও রয়েছে একই নির্দেশ।
ক্লাবগুলিকে অনুদান দেওয়ার পাশাপাশি কার্নিভালের তারিখ ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী এই দিনই। জানিয়েছেন পুজোর পর ২,৩, ৪ তারিখে ভাসান দেওয়া যাবে। দুর্গাপুজো কার্নিভাল হবে ৫ অক্টোবর।