৭ আগস্ট প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল
দৈনিক স্টেটসম্যান | ০১ আগস্ট ২০২৫
তিন মাস পর প্রকাশিত হতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য জয়েন্ট এট্রান্সের ফল। আগামী ৭ আগস্ট রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ করা হবে। বৃহস্পতিবার রাজ্য জয়েন্ট বোর্ডের চেয়ারপার্সন সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে একথা জানান। সোনালী বলেন, ‘আশা করছি ৭ আগস্ট আমরা ফল ঘোষণা করতে পারব। ওবিসি সংরক্ষণ মামলা বিচারাধীন থাকার কারণেই ফল প্রকাশে দেরি হয়েছে।’
চলতি বছর গত ২৭ এপ্রিল রাজ্যের ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি কলেজগুলিতে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা হয়েছিল। তিন মাস কেটে গেলেও ফলপ্রকাশ না হওয়ায় হতাশ হয়ে পড়েন পরীক্ষার্থীরা। কেউ কেউ আর অপেক্ষা না করে অন্যত্র ভর্তিও হয়েছেন। অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে সংরক্ষণ সংক্রান্ত জট কেটে যাওয়ায় দ্রুত ফল প্রকাশে তৎপর হয় বোর্ড। বৃহস্পতিবার ঘোষণা করা হল, আগামী ৭ আগস্ট রাজ্য জয়েন্টের ফলাফল প্রকাশিত হবে।
রাজ্য জয়েন্ট বোর্ডের তরফে জানানো হয়েছে, ফল প্রকাশের আগে প্রত্যেক পরীক্ষার্থীকে তাঁদের জাতি শংসাপত্র আপডেট করতে হবে। সে জন্য ৩১ জুলাই থেকে ২ অগস্ট পর্যন্ত পোর্টাল খোলা হয়েছে।পরীক্ষার্থীদের পূরণ করা সেই তালিকা দেখে আগামী ৭ আগস্ট চূড়ান্ত ফলপ্রকাশ করা হবে। ওইদিন রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইটে ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা।
সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় বলেন, ‘২৭ এপ্রিল পরীক্ষা হয়েছিল। কোথাও কোনও অভিযোগ ওঠেনি। জুন মাসের ৫ তারিখ ফল প্রকাশ করার পরিকল্পনা করা হয়েছিল। এরই মধ্যে ওবিসি সংক্রান্ত বিষয়টি বিচারাধীন হয়ে পড়ে। সুপ্রিম কোর্ট ২৮ জুলাই রায় দেওয়ার পর উচ্চশিক্ষা দপ্তর আমাদের নির্দেশ দিয়েছে। পরীক্ষার্থীদের নিজেদের ক্যাটাগরি আপডেট করতে হবে। সব পরীক্ষার্থীর কাছে এসএমএস পাঠিয়েছি।’
গত মঙ্গলবার জয়েন্ট এন্ট্রান্সের ফল দ্রুত প্রকাশের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। একটি জনস্বার্থ মামলার শুনানিতে বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চের নির্দেশ, এক সপ্তাহের মধ্যে রাজ্য জয়েন্টের ফল প্রকাশ করতে হবে। তা না হলে কেন ফল প্রকাশ হচ্ছে না তা হলফনামা দিয়ে জানাতে হবে রাজ্য এবং জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে। ফল প্রকাশ না হলে ৭ আগস্টের মধ্যে জমা দিতে হবে হলফনামা।