বাংলা ভাষাকে অপমান, ঝাড়গ্রামে ভাষা আন্দোলন, জঙ্গলমহলে প্রতিবাদ কর্মসূচি মমতার
হিন্দুস্তান টাইমস | ৩১ জুলাই ২০২৫
বাংলা ভাষা ও বাঙালির পরিচয়ের প্রশ্নে ফের পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শান্তিনিকেতনের পর এবার তাঁর গন্তব্য জঙ্গলমহল। আগামী ৬ অগস্ট ঝাড়গ্রাম শহরে ভাষা আন্দোলনের মিছিলের নেতৃত্ব দেবেন তিনি। রাজবাড়ি মোড় থেকে সার্কাস ময়দান পর্যন্ত মিছিলে মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন বিশিষ্টজন, আদিবাসী সমাজের প্রতিনিধিরা, বিভিন্ন সম্প্রদায় ও সামাজিক সংগঠনের সদস্যরা।
বিজেপির বিরুদ্ধে ভাষা-বিদ্বেষ ছড়ানোর অভিযোগ তুলে কলকাতায় বিধানসভা ভবনে এক উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। ঝাড়গ্রাম জেলা তৃণমূল সভাপতি দুলাল মুর্মু, বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা ও গোপীবল্লভপুরের বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো সহ জঙ্গলমহলের নেতৃত্বদের সঙ্গে ভাষা আন্দোলনের মিছিল ও বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে একগুচ্ছ কর্মসূচির প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর কর্মসূচিকে সর্বতোভাবে সফল করতে একদিন আগেই ঝাড়গ্রামে পৌঁছবেন ফিরহাদ হাকিম।
তৃণমূলের দাবি, বাংলা ভাষায় কথা বলার জন্য ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর যে অপমান ও নির্যাতনের ঘটনা ঘটছে, তা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়।তা বিজেপির নেতৃত্বে এক গভীর ষড়যন্ত্রের অংশ। কখনও বাংলাদেশি সন্দেহে বাঙালিদের হেনস্থা, কখনও মারধর, কখনও উপার্জন কেড়ে নেওয়ার ঘটনা। এই সব ঘটনার বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ জানাতেই মুখ্যমন্ত্রী এবার জঙ্গলমহলের পথে।ঝাড়গ্রামে এই প্রতিবাদ কর্মসূচি তৃণমূলের কাছে শুধুমাত্র রাজনৈতিক বার্তা নয়, তা হয়ে উঠছে এক সামাজিক অবস্থান। সেখানে ভাষা, পরিচয় ও সাংস্কৃতিক অধিকারকে সামনে রেখে গোটা জঙ্গলমহল একসূত্রে বাঁধা পড়তে চলেছে। বিধায়ক দেবনাথ হাঁসদা বলেন, মুখ্যমন্ত্রীর এই সফর শুধু ভাষা আন্দোলন নয়, প্রশাসনিক বৈঠক, আদিবাসী দিবস ও আরও কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচিকে ঘিরে সাজানো হচ্ছে। রুট বদল হতে পারে পরিস্থিতি অনুযায়ী, কিন্তু বার্তা একটাই বাংলার সম্মানে আঘাত হলে জবাব দেবে বাংলা। তৃণমূলের এই পদক্ষেপ ঘিরে ইতিমধ্যেই জঙ্গলমহলে বাড়ছে রাজনৈতিক উত্তাপ।