• নিয়োগ মামলায় ফের ইডির হাজিরা এড়ালেন মন্ত্রী চন্দ্রনাথ
    দৈনিক স্টেটসম্যান | ৩১ জুলাই ২০২৫
  • ইডির হাজিরা এড়ালেন বোলপুরের বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহ। প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার তাঁকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, তিনি তাঁর বোলপুরের বাড়িতেই রয়েছেন। অর্থাৎ, এই নিয়ে দ্বিতীয় বার ইডির হাজিরা এড়ালেন মন্ত্রী। প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত মামলায় মন্ত্রী এবং তাঁর পরিবারের সমস্ত স্থাবর-অস্থাবর সম্পত্তি সংক্রান্ত তথ্যের নথি নিয়ে তাঁকে দপ্তরে যেতে বলেছিল ইডি।

    সূত্রের খবর, চন্দ্রনাথ সিংহ হাজিরা দিতে যাননি। তিনি ইডির কাছে সময় চেয়েছেন বলে খবর। ইডিকে তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার যেতে না পারলেও তিনি সমস্ত নথিপত্র গোছাচ্ছেন। শীঘ্রই তিনি কেন্দ্রীয় তদন্তকারী দলের কাছে হাজিরা দিতে পারেন।

    গত সপ্তাহেই প্রথমবার ইডির তরফে তলব করা হয়েছিল মন্ত্রী চন্দ্রনাথকে। কিন্তু সেই ডাক অগ্রাহ্য করেন তিনি। এর আগে তাঁর বোলপুরের বাড়িতে তল্লাশি চালিয়ে ৪১ লক্ষ টাকা নগদ উদ্ধার করে ইডি। সেই সময় বাজেয়াপ্ত করা হয় মন্ত্রীর মোবাইল ফোনও। সেই ফোনের আনলক ও তথ্য সংগ্রহের প্রয়োজনেই চন্দ্রনাথকে গত সপ্তাহে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল।

    সূত্রের খবর, রাজ্যের বহুচর্চিত প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলার তদন্তে উঠে এসেছে চন্দ্রনাথ সিংহের নাম। এই কাণ্ডে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন বলাগড়ের তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ। তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে ইডি একটি রেজিস্টার উদ্ধার করে, যেখানে প্রায় ১০০ জন চাকরিপ্রার্থীর নাম রয়েছে। ইডির দাবি, এই প্রার্থীদের কুন্তলের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছিলেন চন্দ্রনাথ সিংহ নিজেই।

    তদন্তকারীদের ধারণা, কুন্তল ও চন্দ্রনাথের মধ্যে একজন ‘মধ্যস্থতাকারী’ বা মিডলম্যান ছিলেন, যিনি তাঁদের সংযোগসূত্র হিসেবে কাজ করতেন। তাঁকে জেরা করার সময়েও চন্দ্রনাথের নাম উঠে এসেছে বলে ইডি সূত্রে খবর।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)