• ৬ আগস্ট ঝাড়গ্রামে ভাষা আন্দোলনের মিছিলে হাঁটবেন মমতা
    দৈনিক স্টেটসম্যান | ৩১ জুলাই ২০২৫
  • বাংলা ভাষা ও বাঙালিদের উপর আক্রমণের প্রতিবাদে এবার ঝাড়গ্রামে মিছিল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৬ আগস্ট ঝাড়গ্রাম শহরের রাজবাড়ির মোড় থেকে সার্কাস ময়দান পর্যন্ত এই মিছিল হবে। পাশাপাশি বিশ্ব আদিবাসী দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, ৭ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত আদিবাসী দিবসের অনুষ্ঠান চলবে। এর আগে ভাষা সন্ত্রাসের অভিযোগ তুলে শান্তিনিকেতনে আয়োজিত মিছিলে হেঁটেছিলেন মমতা।

    জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ৬ আগস্ট ঝাড়গ্রামে আসছেন মুখ্যমন্ত্রী। সেই দিনই তিনি ভাষা আন্দোলনের মিছিলে হাঁটবেন। পরের দিন অনগ্রসর শ্রেণি কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে আয়োজিত বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করবেন তিনি। সেই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বিভিন্ন পরিষেবা প্রদান করবেন।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)