• মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যসভায় নোটিস শমীক ভট্টাচার্যর
    দৈনিক স্টেটসম্যান | ৩১ জুলাই ২০২৫
  • বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তুলে রাজ্যসভায় নোটিস জমা দিলেন বিজেপি-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বুথ লেভেল আধিকারিক অর্থাৎ বিএলও-দের বিরুদ্ধে হুমকির অভিযোগ তুলে এই নোটিস জমা বিজেপি সাংসদ। তাঁর অভিযোগ, ‘বিএলওদের হুমকি দিচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী’। বুধবার অধিবেশন চলাকালীন রাজ্যসভার চেয়ারম্যানের কাছে এই অভিযোগ তোলেন শমীক।

    প্রসঙ্গত, সম্প্রতি ভোটার তালিকা সংশোধন নিয়ে রাজ্য রাজনীতিতে তুমুল বিতর্ক। এখনও অফিসিয়ালি ঘোষণা করা না হলেও এখনই বুথ লেভেল আধিকারিকদের সে বিষয়ে প্রশিক্ষণ শুরু হয়ে গিয়েছে। সম্প্রতি বীরভূম সফরে গিয়ে বিষয়টি নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী।

    রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের দাবি, ‘নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা। কোনও রাজ্যের আপত্তি থাকলে তা সুপ্রিম কোর্টে বলা যেতে পারে। কিন্তু মুখ্যমন্ত্রী নিজে যখন প্রশাসনিক কর্মীদের জনসমক্ষে হুমকি দেন, তখন তা সাংবিধানিক শালীনতার পরিপন্থী।’ তিনি আরও বলেন, ‘সরকারি কর্মচারীদের যেভাবে চাপে রাখা হচ্ছে, তাতে পরিষ্কার রাজ্যে সাংবিধানিক সঙ্কট তৈরি হচ্ছে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে বিএলও-দের আতঙ্কের কথা জানিয়েছেন।’

    যদিও বিষয়টি নিয়ে সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি শমীকের অভিযোগকে ‘রাজনৈতিক চাতুরী’ বলে কটাক্ষ করেছে। তিনি পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘ওরা দুটো নাম বাদ দিয়ে দেখাক, বাংলার মানুষ বুঝিয়ে দেবে কীভাবে জবাব দিতে হয়।’ তারপরই রাজ্য়সভায় শমীকের নোটিস ঘিরে নতুন করে উত্তেজনা ছড়ায়।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)