• কলকাতার থেকে গ্রেফতার 'বাংলাদেশি' হিন্দু যুবতী, মিলল দুই দেশের পরিচয়পত্র
    হিন্দুস্তান টাইমস | ৩১ জুলাই ২০২৫
  • বিগত দিনে ভিনরাজ্য থেকে বাংলাদেশিদের গ্রেফতারি নিয়ে সরব হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। এরই মাঝে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আবার বলেছিলেন, শুধুমাত্র রোহিঙ্গ এবং বাংলাদেশি মুসিমদের 'অনুপ্রবেশকারী' হিসেবে বিবেচনা করা হয়, বাংলাদেশি হিন্দুরা 'শরণার্থী'। এই সব রাজনৈতিক তরজার মাঝেই দক্ষিণ কলকাতায় গল্ফগ্রিনের একটি ফ্ল্যাট থেকে বাংলাদেশি সন্দেহে গ্রেফতার করা হল এক হিন্দু যুবতীকে। তাঁকে গ্রেফতার করেছে পার্ক স্ট্রিট থানার পুলিশ। আপাতত তিনি লালবাজারের হেফাজতে রয়েছেন। ধৃত যুবতীর নাম শান্তা পাল।


    কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানান, ওই যুবতীকে গত ২৮ জুলাই গল্ফগ্রিন থানার বিক্রমগড়ের একটি ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয়েছিল। প্রাথমিক ভাবে পুলিশি জেরার মুখে শান্তা দাবি করেছিলেন, তিনি ভারতীয়। এই আবহে ভারতের ভোটার আইডি কার্ড থেকে একাধিক পরিচয়পত্র তিনি দেখান। এছাড়া বাংলাদেশের বিমান সংস্থার একটি পরিচয়পত্রও পান তদন্তকারীরা। তাতে উল্লেখ করা, শান্তা পাল বাংলাদেশি। এর পাশাপাশি শান্তা পালের নামে বাংলাদেশে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার একটি সার্টিফিকেট উদ্ধার হয় সেই ফ্ল্যাট থেকে। এছাড়াও বাংলাদেশের একাধিক পরিচয়পত্র মিলেছে।

    পুলিশ জানাচ্ছে, শান্তা পাল নামের এই যুবতী কি আদৌ ভারতীয় নাকি বাংলাদেশি, তা জানার চেষ্টা চলছে তাঁকে জেরা করে। যদি তিনি বাংলাদেশি হয়ে থাকেন, তাহলে ভারতীয় পরিচয়পত্র তাঁর কাছে কোথা থেকে এল, তাও জানার চেষ্টা চলছে। এদিকে বাংলাদেশি হলে ভারতে তিনি কোন উদ্দেশ্যে এসেছেন? তাও জানতে চান গোয়েন্দারা। এদিকে এটি কোনও সাধারণ অনুপ্রবেশের ঘটনা, নাকি এর নেপথ্যে কোনও জঙ্গি যোগ লুকিয়ে রয়েছে, তাও খতিয়ে দেখছেন লালবাজারের গোয়েন্দারা।

    এদিকে সাম্প্রতিক সময় বাংলাদেশি সন্দেহে ভিনরাজ্য থেকে পশ্চিমবঙ্গবাসীদের ধরা হচ্ছে বলে অভিযোগ করেছিল তৃণমূল। সেখানে বিজেপির দাবি, বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের ভুয়ো নথি বানিয়ে দিয়ে নিজেদের ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করছে শাসকদল তৃণমূল কংগ্রেস। এই আবহে পদ্মশিবিরের অভিযোগ, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রক্ষা করতে চাইছে তৃণমূল। এদিকে এসআইআর নিয়ে বিতর্কের আবহে সম্প্রতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আবার বলেছিলেন, বাংলাদেশ থেকে আসা হিন্দুরা শরণার্থী, তারা অনুপ্রবেশকারী নয়। এই আবহে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের নাম এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে বাদ পড়বে না বলে দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী। এই আবহে খাস কলকাতা থেকে বাংলাদেশি সন্দেহে হিন্দু যুবতী ধরা পড়ায় তা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয় কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)