বাংলার দু’জনের নাম বাদ দিয়ে দেখাক, বুঝিয়ে দেব কত ধানে কত চাল : অভিষেক
দৈনিক স্টেটসম্যান | ৩১ জুলাই ২০২৫
ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে কড়া বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংসদ চত্বরে দাঁড়িয়ে অভিষেক বলেন, ‘দুই কোটি ভোটার বাদ দেওয়া তো দূর-অস্ত, বাংলার দু’জনের নাম বাদ দিয়ে দেখাক, বুঝিয়ে দেব কত ধানে কত চাল।’
ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, ‘নির্বাচন কমিশন যে এসইআর শুরু করেছে, যাকে বলছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন, তা আসলে হল সাইলেন্ট ইনভিজিবল রিগিং, যা ইলেকশন কমিশন শুরু করেছে বিজেপির পক্ষে নিয়ে। যাঁরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে সরকারকে প্রশ্নের মুখে ফেলেন, সেই নাগরিকদের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে। বাংলায় এসব করে লাভ হয়নি, বিহারেও মানুষ জবাব দেবেন বলে আশা করছি। বাংলার মানুষের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ ২০২১ সাল থেকে দেখছি। আগে টাকা আটকে দিয়েছে, এবার ভোটাধিকার কেড়ে নিতে চাইছে। তারা জানে মানুষ ভোট দিলে বিজেপির বিপক্ষে ভোট দেবে।’
সাংসদ অভিষেক আরও বলেন, ‘কোনও এসআইআর হল না, আগেই বিজেপি নেতারা বলে দিচ্ছে বাংলা থেকে দু-কোটি ভোটার বাদ যাবে। গতকাল প্রধানমন্ত্রী ২০১৯-এর পর কী করেছেন তা আর বলছেন না।’ তিনি এও বলেন, ‘বিজেপির বড় বড় নেতাদের ভোটের মার্জিন কমে গিয়েছে। তাই ওঁরা এখন এসআইআর করছে। বাংলার মানুষদের পাওনা টাকা দিচ্ছে না, এবার বাংলার মানুষদের ভোটাধিকার কেড়ে নেবে। কারণ মানুষ ভোট দিলে তো ওঁরা জিততে পারবে না।’
পহেলগাম জঙ্গি হামলার প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন করেছেন, ‘পহেলগামে হামলার জন্য দায়ী কে?