• ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে সতর্ক করে কমিশনকে চিঠি দিলেন শুভেন্দু, কী লিখলেন তিনি?
    হিন্দুস্তান টাইমস | ২৮ জুলাই ২০২৫
  • বাংলাদেশিদের নাম ভোটার তালিকায় নাম তুলতে দরাজ হাতে প্রশাসনকে ডোমিসাইল সার্টিফিকেট বিলির নির্দেশ দিয়ে নবান্ন। এই অভিযোগ তুলে এবার চিঠি দিয়ে নির্বাচন কমিশনকে সতর্ক করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কমিশনকে সতর্ক করে তিনি লিখেছেন, রাজ্যে ভোটার তালিকার আসন্ন সংশোধনীতে যেন ২৫ জুলাই ২০২৫এর আগের ডোমিসাইল সার্টিফিকেট বৈধ বলে গ্রহণ করা না হয়।

    সোমবার সকালে সোশ্যাল মিডিয়ায় শুভেন্দুবাবু জানিয়েছেন, নবান্নের মুখ্যমন্ত্রীর দফতর থেকে জেলাশাসক ও প্রশাসনের শীর্ষ কর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে দরাজ হাতে ডোমিসাইল সার্টিফিকেট দিতে হবে। সেই তালিকায় রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ জিনাজপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও কোচবিহার জেলা।

    একই সঙ্গে বিরোধী দলনেতা জানিয়েছেন, গত সপ্তাহে রাজ্যে ভোটার তালিকায় নাম তোলার জন্য প্রায় ৭০ – ৭৫ হাজার আবেদন জমা পড়েছে। সাধারণত মাসে ২০ – ২৫ হাজার নতুন নাম তোলার আবেদন জমা পড়ে। শুভেন্দুবাবুর আশঙ্কা, এই প্রবণতা থেকে স্পষ্ট ডোমিসাইল সার্টিফিকেটের অপব্যবহার করে অবৈধ বাসিন্দাকে বৈধ ভোটারে পরিণত করা হতে পারে। এই আশঙ্কা প্রকাশ করে মুখ্য নির্বাচন কমিশনারকে বিরোধী দলনেতার অনুরোধ, কমিশন যেন নির্দেশিকা জারি করে প্রশাসনিক আধিকারিকদের জানিয়ে দেয়, ২৫ জুলাই ২০২৫এর পরে জারি করা কোনও ডোমিসাইল সার্টিফিকেটকে ভোটার তালিকায় নাম নথিভুক্তির দলিল হিসাবে যেন স্বীকৃতি দেওয়া না হয়।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)