• গঙ্গায় স্নান করতে নেমে মৃত্যু যুবকের
    বর্তমান | ২৮ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিমতলা ঘাটে স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক যুবক। হাসপাতালে নিয়ে যাওয়া হলে যুবককে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিস জানিয়েছে, মৃতের নাম সুমিত সাউ (২৯)। বি বি গাঙ্গুলি স্ট্রিটের বাসিন্দা ওই যুবক। রবিবার সকাল সাড়ে ৮টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সকালে জোয়ার থাকায় গঙ্গায় দেহের ভারসাম্য রাখতে পারেননি যুবক। স্থানীয় বাসিন্দারাই পুলিসে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছয় উত্তর বন্দর থানার পুলিস। কলকাতা পুলিসের বিপর্যয় মোকাবিলা দপ্তরের ডুবুরিদের খবর দেওয়া হয়। যুবককে নিথর অবস্থায় উদ্ধার করে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিস। অন্যদিকে, ভবানীপুরের চন্দ্রনাথ চ্যাটার্জি স্ট্রিটে বাড়ি থেকে এক প্রৌঢ়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের নাম অনীক প্রসাদ (৫৫)। এদিন সকাল সওয়া ৯টা নাগাদ দেহটি উদ্ধার করে ভবানীপুর থানার পুলিস। এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।  
  • Link to this news (বর্তমান)