নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ই এম বাইপাসের উপর ছিটকালিকাপুরে লরির ধাক্কায় মৃত্যু হল এক স্কুটারচালকের। মৃতের নাম অঙ্কিত মণ্ডল (৪০)। পূর্বাচল মেন রোডের বাসিন্দা তিনি। শনিবার রাত ১০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সার্ভে পার্ক থানার পুলিস। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। চালক সহ লরিটিকে আটক করেছে পুলিস। অন্যদিকে, রবিবার দুপুরে গড়িয়াহাটের কাছে বিজন সেতুর উপর বাসের ধাক্কায় জখম হন এক বাইকচালক। আশঙ্কাজনক অবস্থায় ওই বাইকচালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।