৭৫ তম বর্ষের পুজোয় মালদহ ইউনাইটেড ইয়ংসের থিম ‘আলোকের এই ঝর্ণা ধারায়’
বর্তমান | ২৮ জুলাই ২০২৫
মঙ্গল ঘোষ, মালদহ: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, ‘আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও। আপনাকে এই লুকিয়ে রাখা-ধুলার ঢাকা, ধুইয়ে দাও।’
কবিগুরুর সেই গানের কথাগুলি আজও মনপ্রাণ ভরিয়ে দেয়। ওই গানের অনুকরণেই এবার পুজোর থিম করছে মালদহ ইউনাইটেড ইয়ংস। ৭৫ তম বর্ষে ওই ক্লাবের বিশেষ থিম ‘আলোকের এই ঝর্ণাধারায়’। পুজোর কয়েক দিন ইংলিশবাজার শহরের ক্লাব প্রাঙ্গণে রাজমহল রোডে চন্দননগরের আধুনিক আলোকসজ্জা ঝলমল করবে। শহরের রবীন্দ্র মোড় থেকে একটি চায়ের দোকান পর্যন্ত আলোয় মুড়িয়ে দেওয়া হবে। পুজো মণ্ডপের ভিতরে থাকবে আলোর বাহার। দুর্গাপ্রতিমা হবে সাবেকি। পুজোর বাজেট ৩০ লক্ষ টাকা ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
রবিবার ক্লাব প্রাঙ্গণে জাঁকজমক করে দুর্গাপুজোর খুঁটিপুজো অনুষ্ঠিত হয়। এদিন প্রচুর ক্লাব সদস্য উপস্থিত ছিলেন। ঢাকের তালে সকলেই আনন্দে মেতে ওঠেন। এদিন থেকে থিমের কাজ শুরু হয়ে গিয়েছে।
সাতদশক আগে মালদহ ইউনাইটেড ইয়ংস ক্লাবের প্রতিষ্ঠা হয়। সিনিয়র সদস্য হিসাবে রয়েছেন সুভাষ কুণ্ডু, সঞ্জিত সরকার, দেবপ্রিয় সাহা, শিবনাথ সরকার সহ অন্যরা। প্রতি বছর বিগ বাজেটের পুজো করে এই ক্লাব জেলার নজর কাড়ে। প্রচুর দর্শনার্থী পুজোর কয়েকদিন থিম দেখতে ঢুঁ মারেন মণ্ডপে।
ক্লাবের সভাপতি ইংলিশবাজার পুরসভার কাউন্সিলার শুভময় বসু। সম্পাদক সুব্রত গোস্বামী। পুজো কমিটির যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন রূপকুমার সাহা এবং অর্পণ সেন। ক্লাব সভাপতি বলেন, রাজ্য সরকার আমাদের সহযোগিতা করে।
সারাবছর ক্লাব থেকে সমাজসেবামূলক কাজ করি। এবার থিম দেখতে দর্শনার্থীদের ঢল নামবে বলে আশা করছি। দর্শনার্থীরা এসে মণ্ডপ এবং থিম দেখে খুশি হবেন, সেটাই আমাদের আনন্দ। নিজস্ব চিত্র