• রাজ্জাক খুনের তদন্তে নেমে উদ্ধার অস্ত্র
    আনন্দবাজার | ২৩ জুলাই ২০২৫
  • তদন্তে নেমে পুলিশ ভাঙড়ের তৃণমূল নেতা রাজ্জাক খান খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও চপার উদ্ধার করল। সোমবার রাতে উত্তরকাশীপুর থানা এলাকা থেকে উদ্ধার করা হয় অস্ত্র। পুলিশ জানিয়েছে দু’টি পাইপগান, তিনটি গুলি, একটি রক্তমাখা চপার উদ্ধার হয়েছে। ১০ জুলাই রাতে দুষ্কৃতীদের হাতে খুন হন রাজ্জাক। পুলিশ ইতিমধ্যে মোফাজ্জেল মোল্লা-সহ আট জনকে গ্রেফতার করেছে। ধৃতদের জেরা করে পুলিশ মোফাজ্জেলেরবাড়ি থেকে একটি পাইপগান ও তিনটি গুলি উদ্ধার করে। পাশাপাশি, খুনের ঘটনায় ধৃত রিয়াজুল মোল্লার বাড়ি থেকেও এ দিন একটি পাইপগান উদ্ধার হয়েছে। ‘সুপারি কিলার’ জাকিরউদ্দিন গাজি ওরফে জাকির মোল্লা যে চপার দিয়ে কুপিয়ে খুন করেছিল বলে অভিযোগ, সেই রক্তমাখা চপারটিও কোঁচপুকুরের কাছে একটি জঙ্গল থেকে উদ্ধার করতে পেরেছেন তদন্তকারীরা। এর আগে পুলিশ রাজু মোল্লার বাড়ি থেকে একটি পাইপগান পেয়েছিল।

    অন্য দিকে, এ দিন রাজ্জাক খানের স্ত্রীকে দেওয়া হল সরকারি চাকরি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের চতুর্থ শ্রেণির কর্মীর পদে চাকরি দেওয়া হয়েছেরাজ্জাকের স্ত্রী খাদিজা বিবিকে। মঙ্গলবার তিনি ভাঙড় ১ ব্লকের নলমুড়ি ব্লক হাসপাতালে কাজে যোগদান করেন।
  • Link to this news (আনন্দবাজার)