স্কুলে ঢুকে শিক্ষকদের মারধরের অভিযোগে গ্রেপ্তার বিজেপি কর্মী
দৈনিক স্টেটসম্যান | ২৪ জুলাই ২০২৫
ক্লাস চলাকালীন স্কুলে ঢুকে শিক্ষকদের মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করল পুলিশ। ঝাড়গ্রাম জেলার জামবনী ব্লকের রানীপাল প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি রাজনৈতিক রং পেতে শুরু করেছে বলেও অভিযোগ উঠেছে।
বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিনও পঠনপাঠন চলছিল স্কুলে। সেই সময় হঠাৎ করেই এক বিজেপি কর্মী বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষক ও এক সহ-শিক্ষককে অকথ্য গালিগালাজ করেন এবং শারীরিকভাবে নিগ্রহের চেষ্টা করেন। শিক্ষকেরা অভিযুক্তকে ওই জায়গা থেকে চলে যেতে বললে, তিনি প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ। পুরো ঘটনাটি ঘটে ছাত্রছাত্রীদের সামনেই। এতে ছোট ছোট পড়ুয়াদের মধ্যে ভয় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আক্রান্ত দুই শিক্ষক জানান, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে এসে অকারণে উত্তেজনা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে চলেছেন। ঘটনার পর আক্রান্ত দুই শিক্ষক জামবনী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ অভিযুক্ত বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এই ঘটনার পর রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়েছে। বিজেপির তরফে দাবি করা হয়েছে, বিদ্যালয় চত্বরে একটি কুয়োর পাশে শিশুরা খেলছিল। সেই সময় শিক্ষকেরা মোবাইলে ব্যস্ত ছিলেন। অভিযুক্ত বিজেপি কর্মী সেই অব্যবস্থার প্রতিবাদ করছিলেন মাত্র। তাঁদের অভিযোগ, ঘটনাটিকে রাজনৈতিক উদ্দেশ্যে রঙ চড়ানো হয়েছে।
ঝাড়গ্রাম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান জয়দীপ হোতা বলেন, ‘স্কুলে ঢুকে শিক্ষকদের হেনস্থা করার বিষয়টি কোনওভাবেই মেনে নেওয়া যায় না। এটি অত্যন্ত অন্যায়। বিষয়টি আইনত দেখা হবে।’ পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ আইনানুগ পদক্ষেপ করা হয়েছে। পুলিশ বিদ্যালয়ে গিয়ে শিক্ষক এবং পড়ুয়াদের সঙ্গে কথা বলেছে। ঘটনার তদন্ত চলছে।