সক্রিয় ঘূর্ণাবর্ত, বৃহস্পতিবার থেকে দুর্যোগের আশঙ্কা বঙ্গে
দৈনিক স্টেটসম্যান | ২৪ জুলাই ২০২৫
ফের নিম্নচাপ দানা বাঁধছে বঙ্গোপসাগরের বুকে। তৈরি হয়েছে সক্রিয় ঘূর্ণাবর্ত। এর জেরে আবারও দক্ষিণবঙ্গের আকাশে দুর্যোগের ঘনঘটা দেখা যাবে। কারণ এই নিম্নচাপের সরাসরি প্রভাব পড়বে দক্ষিণবঙ্গে। সপ্তাহের শেষ পর্যন্ত জারি থাকবে বৃষ্টি পরিস্থিতি। ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জানানো হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হবে দুর্যোগ।
হাওয়া অফিস সূত্রে খবর, চিন ও ভিয়েতনামের বুকে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় উইফা। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ফলে আগামী ৪৮ ঘণ্টায় নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা করা হয়েছে। অন্ধ্রপ্রদেশ, ছত্তীসগঢ় ও ঝাড়খণ্ডেও তিনটি ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুও সক্রিয় হয়েছে। রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। এর জেরে আগামী কয়েকদিন দক্ষিণের সব জেলায় ঝড়বৃষ্টি অব্যাহত থাকবে। বুধবার সারাদিন তীব্র দাবদাহে গরম বজায় থাকলেও বৃহস্পতিবার থেকে আবহাওয়ার খেলা ঘুরবে। ফের আকাশের মুখ ভার করে বৃষ্টি নামবে দক্ষিণে। কলকাতা-সহ দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম এবং নদিয়া জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী পাঁচদিন চলবে এই বৃষ্টি।
হাওয়া অফিস বিশেষ করে বৃহস্পতিবারের জন্য সতর্কতা জারি করেছে। এই দিন প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। উত্তাল থাকবে সমুদ্র। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জলস্তর বৃদ্ধি পাওয়ার জন্য নীচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চার পাঁচ দিনের টানা বৃষ্টিতে পার্বত্য এলাকায় ধস নামার সম্ভাবনা রয়েছে। তাই পার্বত্য অঞ্চলের বাসিন্দাদের সতর্কতা জানিয়েছে হাওয়া অফিস ও প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখার নির্দেশ দিয়েছে।