একজন বাংলাভাষীকেও গ্রেফতার করা হয়নি, হাইকোর্টে জানিয়ে দিল ওড়িশা সরকার
হিন্দুস্তান টাইমস | ২৩ জুলাই ২০২৫
ওড়িশায় কোনও বাংলাভাষীকে গ্রেফতার করা হয়নি। নাগরিকত্ব যাচাইয়ের জন্য কিছু মানুষকে আটক করা হয়েছিল। নাগরিকত্ব যাচাইয়ের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। বুধবার কলকাতা হাইকোর্টে একথা জানিয়েছেন ওড়িশার অ্যাডভোকেট জেনারেল। তিনি স্পষ্ট করেছেন, বাঙালিরা ওড়িশার গুরুত্বপূর্ণ প্রতিবেশী। তাদের প্রতি কোনও বিদ্বেষমূলক দৃষ্টিভঙ্গি নেই ওড়িশা সরকারের।
সম্প্রতি ওড়িশায় কর্মরত বাংলাভাষী শ্রমিকদের আটক করে নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। এব্যাপারে আদালতের হস্তক্ষেপ দাবি করে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। এব্যাপারে ওড়িশা সরকারের বক্তব্য জানতে চেয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। বুধবার সেই মামলার শুনানিতে বিহারের অ্যাডভোকেট জেনারেল মৌখিকভাবে জানান, বাংলা ভাষায় কথা বলার জন্য ওড়িশায় কাউকে গ্রেফতার করা হয়নি। নাগরিকত্ব যাচাইয়ের জন্য কয়েকজনকে নিয়ম মেনে আটক করা হয়েছিল। তাদের নাগরিকত্ব যাচাইয়ের পরে ছেড়ে দেওয়া হয়েছে। বাঙালিরা আমাদের প্রতিবেশী। আমাদের বন্ধু। ওড়িশা সরকার একেবারেই বাঙালি বিদ্বেষী নয়। অনেক বাঙালি ওড়িশায় বসবাস করেন। তাতে আমাদের কোনও সমস্যা নেই। বাঙালিরা তো আমাদের ভাই – বন্ধু। ওড়িশা সরকারের এই বক্তব্য হলফনামা আকারে আদালতে পেশ করতে বলেছেন বিচারপতিরা। সঙ্গে অন্যান্য সমস্ত পক্ষকেও হলফানামা পেশ করতে বলা হয়েছে।
বলে রাখি, গত জুলাইয়ে বাংলাদেশে অরাজকতা দেখা দেওয়ার পর থেকে দেশের বিভিন্ন রাজ্যে বাংলাদেশি সনাক্তকরণের কাজ শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় সন্দেহভাজন বাংলাভাষীদের আটক করে জেরা করছে বিভিন্ন রাজ্যের পুলিশ। ইতিমধ্যে বেশ কিছু বাংলাদেশিকে চিহ্নিত করে সেদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। আর একেই বাঙালি বিদ্বেষ বলে দাগিয়ে প্রচারে নেমেছে তৃণমূলসহ বিরোধী দলগুলি।