• কাকদ্বীপে বাস-ট্রাকের সংঘর্ষে জখম ১০
    দৈনিক স্টেটসম্যান | ২৩ জুলাই ২০২৫
  • কাকদ্বীপে সরকারি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। এই দুর্ঘটনায় বাসের চালক সহ বেশ কয়েকজন জখম হয়েছেন। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে দুমড়েমুচড়ে গিয়েছে বাস ও ট্রাকের সামনের অংশ। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের কামারহাট ও কাশীনগরের মাঝে। ইতিমধ্যেই আহতদের ভর্তি করা হয়েছে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে। চলছে চিকিৎসা।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাধরপুর থেকে যাত্রী ভর্তি বাসটি কলকাতা আসছিল। সেই সময়ে উল্টো দিক থেকে আসছিল বালি বোঝাই একটি লরি। কাকদ্বীপের কামারহাট ও কাশীনগরের মাঝে মুখোমুখি সংঘর্ষ হয় বাস ও ট্রাকের। ধাক্কার তীব্রতায় বাসের ভিতরেই ছিটকে পড়েন যাত্রীরা।

    দু’টি গাড়িরই গতি অত্যন্ত বেশি ছিল। প্রচণ্ড শব্দ শুনে এলাকায় ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই প্রথমে আহতদের উদ্ধার করেন। খবর দেওয়া হয় কাকদ্বীপ থানায়। এই ঘটনার জেরে যানজটের সৃষ্টি হয়েছিল ১১৭ নং জাতীয় সড়কে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গিয়েছে।

    কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান, লরি অথবা বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ ইতিমধ্যেই দুর্ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত লরি ও বাসকে সরিয়ে নিয়ে গিয়েছে। গাড়ি দু’টির ব্রেক ও অন্যান্য যন্ত্রাংশ পরীক্ষা হবে বলে জানিয়েছে পুলিশ।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)