• শিলিগুড়িতে এটিএম থেকে আনুমানিক ২০ লক্ষ টাকা লুট
    দৈনিক স্টেটসম্যান | ২৩ জুলাই ২০২৫
  • ফের শিলিগুড়িতে এটিএম থেকে টাকা লুটের ঘটনা ঘটল। বুধবার ভোর তিনটে নাগাদ আশিঘর পুলিশ ফাঁড়ি সংলগ্ন লোকনাথ বাজারের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম থেকে টাকা লুট করা হয়। সূত্রের খবর, চোরাই চার চাকা গাড়িতে চেপে এসেছিল দুই দুষ্কৃতী। তাঁরা গ্যাস কাটার দিয়ে এটিএম মেশিন কেটে টাকা লুট করেন বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শিলিগুড়ি থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে তারা। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও। একই সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে গাড়ির মালিককে।

    সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, দুষ্কৃতীদের মুখ গামছা দিয়ে ঢাকা ছিল। দুষ্কৃতীরা গ্যাস কাটারের ব্যবহার করেছিল, যার জেরে আগুন লেগে যায় ওই এটিএমে। স্থানীয় বাসিন্দা প্রদীপ কর্মকার দমকলে খবর দেন। শিলিগুড়ি থেকে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সেই সুযোগে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এটিএম লুট করে পালানোর সময় গাড়িটি আশিঘর ফাঁড়ির টহলরত পুলিশকর্মীদের নজরে আসে। তারা ওই গাড়ির পিছনে ধাওয়াও করলেও ধরতে পারেনি।

    পরবর্তীকে মাটিগাড়া এলাকা থেকে গাড়ি উদ্ধার হয়। দুষ্কৃতীরা গাড়িটি ফেলে গা ঢাকা দেয়। পুলিশ জানায়, ওই গাড়ি এনজেপি থানা এলাকার অম্বিকা নগরের বাসিন্দা সুজিত শূরের। সুজিত জানিয়েছেন, মঙ্গলবার গ্যাংটক থেকে যাত্রী নিয়ে ফিরে অম্বিকা নগরের লোকনাথ মন্দির সংলগ্ন মাঠে প্রতিদিনের মতো গাড়ি পার্ক করেছিলাম। পরে জানতে পারি, গাড়িটি মাটিগাড়া এলাকায় পড়ে রয়েছে। এরপর তিনি পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পুলিশের সন্দেহ, সুজিতের গাড়ি চুরি করে এটিএম লুট করতে গিয়েছিল দুষ্কৃতীরা।

    বুধবার ভোরে ঘটনাস্থল পরিদর্শনে যান শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি (ইস্ট) রাকেশ সিং, এসিপি রবিন থাপা। এসিপি রবিন থাপা বলেন, ‘বিষয়টি আমাদের কানে এসেছে। আমরা লুটের কাজে ব্যবহার হওয়া গাড়িটিও বাজেয়াপ্ত করেছি।’ স্থানীয় সূত্রে খবর, সিসি ক্যামেরায় কালো রং স্প্রে করে এটিএমে লুটপাট চালায় দুষ্কৃতীরা। এরপর গাড়ি নিয়ে এলাকা ছাড়ে। তবে একজনে ফেলেই চলে যাচ্ছিল তাঁরা। ফিরে এসে তাঁকেও গাড়িতে তোলে। ততক্ষণে খবর পেয়ে পুলিশ ধাওয়া করলেও কোনও লাভ হয়নি।

    শিলিগুড়িতে অপরাধের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। গত ১৫ জুন শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা প্রধাননগরে এটিএম লুটের ঘটনা ঘটে। ১০ লক্ষ ৫৪ হাজার টাকা নিয়ে চম্পট দেয় আততায়ীরা। তার ঠিক ৩ দিন পর ভরদুপুরে হিলকার্ট রোডের সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। দুটি ঘটনার এখনও কিনারা হয়নি। এরই মাঝে ফের এটিএম লুটের ঘটনা।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)