• সুন্দরবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বাড়ছে, সচেতনতা প্রচার শুরু
    বর্তমান | ২৩ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, কাকদ্বীপ: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতের সংখ্যা বাড়ছে সুন্দরবন পুলিস জেলায়। মূলত সচেতনতার অভাবে বারবার একই ঘটনা ঘটছে। মঙ্গলবারই নামখানা থানা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। একটি ঘটনা ঘটেছে চন্দনপিঁড়ি ও দ্বিতীয়টি ঘটেছে পাতিবুনিয়া এলাকায়। চন্দনপিঁড়ির বাসিন্দা প্রদ্যুৎ মণ্ডল পাম্প চালিয়ে জমির জল বের করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পাতিবুনিয়ার বাসিন্দা বিক্রম সাঁতরা পোল্ট্রি ফার্মে বাল্ব জ্বালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এই থানা এলাকায় গত ছ’মাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। এমনকী বুধবারও পাথরপ্রতিমার দক্ষিণ লক্ষ্মীনারায়ণপুরে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম ব্যোমকেশ জানা (৪৭)। বাড়ি গোবিন্দপুর আবাদ এলাকায়। তিনি শ্বশুরবাড়ি বেড়াতে গিয়েছিলেন। এদিন সকালে স্ট্যান্ড ফ্যান চালাতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।  

    একের পর এক মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসেছে পুলিস প্রশাসন। শেষ পর্যন্ত এই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে মাইকিং করার সিদ্ধান্ত নেওয়া হয় সুন্দরবন পুলিস জেলার পক্ষ থেকে। এই জেলার প্রতিটি থানায় এবার বিদ্যুতের ব্যবহার সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে মাইকিং করা হবে। বুধবার থেকে সচেতনতা প্রচার শুরু হয়েছে। কি কারণে বারবার এমন ঘটনা ঘটছে, সেই বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে সুন্দরবন পুলিস জেলার সুপার কোটেশ্বর রাও বলেন, ‘এই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে সব থানাকে প্রচারের নির্দেশ পাঠানো হচ্ছে। বারবার কেন এমন ঘটনা ঘটছে সেটিও খতিয়ে দেখা হচ্ছে।’  
  • Link to this news (বর্তমান)