• অসুস্থ বৃদ্ধার হাত থেকে সোনার বালা চুরি, নিউ বারাকপুরে গ্রেপ্তার আয়া
    বর্তমান | ২৩ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: দীর্ঘ রোগভোগে শয্যাশায়ী বৃদ্ধা। হাঁটাচলা দূরের কথা, অচেতন থাকেন দিনের বেশিরভাগ সময়। তাঁর দেখভালের জন্য রাত ও দিনের বেলা আয়া রেখেছিল পরিবার। কিন্তু সেই আয়াই চুরি করে নিয়েছিলেন বৃদ্ধার সোনার বালা। শেষ পর্যন্ত নিউ বারাকপুর থানার পুলিসের সক্রিয়তায় আয়ার কাছ থেকে ওই সোনার বালা উদ্ধারের পাশাপাশি তাঁকে গ্রেপ্তারও করা হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম মঞ্জুষা সূত্রধর। তাঁর বাড়ি এয়ারপোর্ট থানার ব্যানার্জিপাড়া, বিটি কলেজ এলাকায়। 

    পুলিস সূত্রে জানা গিয়েছে, নিউ বারাকপুর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের পূর্ব কোদালিয়ার বাসিন্দা ছায়া সরকার দীর্ঘদিন ধরে অসুস্থ। বৃদ্ধার দেখাশোনার জন্য পরিবারের তরফে স্থানীয় এক আয়া সেন্টারের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। রাতে ও দিনে দু’জন করে আয়াও নিয়োগ করা হয়েছিল। সোমবার সকালে কাজে আসা আয়া জানান, বৃদ্ধার দুই হাতে সোনার বালা নেই। দু’টি বালা কোথায় গেল, তা নিয়ে ধন্দে পড়েন পরিবারের সদস্যরা। তাঁরা নিউ বারাকপুর থানার দারস্থ হন। পুলিস প্রায় দশ ঘণ্টা ধরে দুই আয়াকে জেরা করে। পাশাপাশি আয়া সেন্টারের মালিককেও ডাকা হয়। শেষ পর্যন্ত রাতে কাজ করা আয়া মঞ্জুষা সূত্রধর চুরির কথা স্বীকার করে নেন।

    ধৃতকে এদিন বারাকপুর মহকুমা আদালতের বিচারক জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। অসুস্থ বৃদ্ধার মেয়ে কনিকা মিত্র সরকার বলেন, মায়ের অসুস্থতার জন্য আয়া রেখেছিলাম। তাঁরাই যদি এই ঘটনা ঘটান, তাহলে আমরা কোথায় যাব? কাকে বিশ্বাস, ভরসা করবো? পুলিসের সক্রিয়তায় মায়ের বালা ফেরত পেয়েছি।
  • Link to this news (বর্তমান)