তিনের বদলে পুরসভার দু’টি বিভাগ সামলাবে শহরের সমস্ত রাস্তার কাজ, দ্রুত মেরামত হবে তো, নির্দেশিকা নিয়ে প্রশ্ন, সমস্যা হবে না, দাবি কর্তৃপক্ষের
বর্তমান | ২৩ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতার বেশ কয়েকটি রাস্তার হাল খারাপ। বিশেষ করে অলিগলির বহু পথের দশা বেহাল। দ্রুত মেরামতের প্রয়োজন। কিন্তু বর্ষায় কাজ করতে সমস্যা হচ্ছে বলে দাবি পুরসভার। এর মধ্যে রাস্তার কাজের দায়িত্ব থেকে পুরসভার একটি বিভাগকে সরিয়ে দেওয়া হল। পুর কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত নিয়ে পুরসভার অন্দরেই আধিকারিকদের একাংশ ‘অবাক’। শহরজুড়ে থাকা ছোট আকারের রাস্তার কাজ দ্রুত হওয়া নিয়ে কাউন্সিলারদের একাংশও সংশয়ে পড়েছেন। তাঁদের বক্তব্য, তিন বিভাগ একত্রে কাজ করলে যত দ্রুত কাজ হয়, স্বাভাবিকভাবেই একটি বিভাগকে সেই কাজ থেকে সরিয়ে দিলে সে কাজ গতি হারাতে পারে। যদিও পুর কর্তৃপক্ষ জানিয়েছে, রাস্তার গুণগতমান বজায় রাখতে হবে। অনেক ক্ষেত্রেই শহরের অলিগলিতে মেরামত ঠিকমতো হয় না, হলেও সেই কাজের মান নিয়ে প্রশ্ন রয়েছে। তাই এবার শহরের বিভিন্ন গলি পথ দেখভালের দায়িত্ব শুধুমাত্র বরো ইঞ্জিনিয়ারিং বিভাগকেই দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এতদিন শহরের ছোট রাস্তা বা গলিপথগুলি সারাইয়ের কাজ করত পুরসভার বরো ইঞ্জিনিয়ারিং ও সড়ক বিভাগের মেকানিক্যাল শাখা। কিন্তু সেই কাজ নিয়ে অসন্তোষ থাকায় এই নতুন নির্দেশিকা জারি হয়েছে। বলা হয়েছে, এবার থেকে সমস্ত রাস্তার কাজ সড়ক বিভাগ (মূল) এবং বরো করবে।
কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের নির্দেশে একটি নির্দেশিকা জারি করেছেন পুর কমিশনার ধবল জৈন। পুরসভার সড়ক বিভাগে দু’টি ভাগ রয়েছে। মূল সড়ক বিভাগ বিভিন্ন বড় রাস্তা মেরামতির দায়িত্ব সামলায় এবং বিভিন্ন প্ল্যান্ট অর্থাৎ যেখানে রাস্তা তৈরির উপকরণ তৈরি হয় তার দায়িত্ব সামলায় সড়কের মেকানিক্যাল বিভাগ। সেই সঙ্গে বরো ইঞ্জিনিয়ারিং বিভাগের পাশাপাশি সড়কের মেকানিক্যাল বিভাগ অলিগলি মেরামত করত। ফলে কাজ দ্রুত হতো। পুর শীর্ষমহল মনে করছে, যে বিভাগের যে দায়িত্ব, সে সেই কাজ না করলে কাজের গুণগত মান নিয়ে ‘কম্প্রোমাইজ’ করা হয়। এই প্রসঙ্গে এক পুরকর্তা বলেন, মেকানিক্যাল বিভাগের পরিকাঠামো পর্যাপ্ত নয়। ফলে তাদের কাজে খামতি থাকছে। তাই তাদের রাস্তা সারাইয়ের দায়িত্ব থেকে সরানো হল। শুধু সড়ক ও
বরো ইঞ্জিনিয়ারিং বিভাগই সবটা করবে। শুধুমাত্র রাস্তা তৈরির উপকরণ দিয়ে দু’পক্ষকেই সহযোগিতা করবে মেকানিক্যাল বিভাগ।
এই প্রসঙ্গে পুর আধিকারিকদের একাংশের বক্তব্য, এই নির্দেশিকা দেখে অবাক লাগছে। কারণ তিনটি বিভাগ একসঙ্গে দায়িত্ব বণ্টন করে চললে কাজ দ্রুত হওয়া স্বাভাবিক। সেখানে শহরের সমস্ত অলিগলি এখন পুরোটাই বরোকে সামলাতে হবে। সেই পর্যাপ্ত পরিকাঠামো ও ফান্ড বরোর হাতে নেই। ফলে কাজ গতি হারাতে পারে। কাউন্সিলারদের একাংশও ফান্ড নিয়ে সংশয়ে। তাঁদের বক্তব্য, এতগুলি রাস্তার কাজ পড়ে রয়েছে। একটি বিভাগ একা কতটা করবে! তা কত তাড়াতাড়ি হবে। তাছাড়া বরোর হাতে এর বরাদ্দও তো থাকে না। যদিও পুর কর্তৃপক্ষ জানিয়েছে, রাস্তার সারাইয়ের যে ফান্ড বা পরিকাঠামো মেকানিক্যাল বিভাগের হাতে রয়েছে, তা বরো ইঞ্জিনিয়ারিং বিভাগকে দিয়ে দেওয়া হবে। ফাইল চিত্র