• অস্ত্রপাচারকারীর ৪ বছরের জেল
    বর্তমান | ২৩ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাত্র চার মাসের মধ্যে এসটিএফের হাতে ধৃত এক অস্ত্রপাচারকারীর সাজা হল আদালতে। তাঁর নাম হাসান শেখ। মঙ্গলবার ব্যাঙ্কশালের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট (সিজেএম) অতনু মণ্ডল ওই অস্ত্র পাচারকারীকে চার বছর সশ্রম কারাদণ্ড, দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের হাজতবাসের নির্দেশ দেন। সরকারি কৌঁসুলি রাধানাথ রং এদিন জানান, চলতি বছরের ১৭ মার্চ কলকাতা থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত ওই অস্ত্রপাচারকারীকে। তার হেফাজত থেকে কলকাতা পুলিসের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) অফিসাররা উদ্ধার করেন চারটি পিস্তল, দু’টি দেশি রিভলবার, দশটি তাজা কার্তুজ ও চারটি ম্যাগাজিন। পুলিস দ্রুত তদন্ত শেষ করে ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে চার্জশিট দেয়। জেল হেফাজতে রেখে চলে ধৃতের বিচার। এই মামলায় আদালতে সাক্ষ্য দেন সাতজন। সরকারি কৌঁসুলি এদিন জানান, এত কম সময়ের মধ্যে এই আদালতে এই ধরনের একটি গুরুত্বপূর্ণ মামলার নিষ্পত্তি অবশ্যই উল্লেখযোগ্য।                
  • Link to this news (বর্তমান)