• ঘাটালে সংস্কারের দাবিতে বেহাল রাস্তায় ত্রিপল বিছিয়ে অবরোধ স্কুল পড়ুয়াদের
    বর্তমান | ২৩ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, ঘাটাল: স্কুল যাওয়ার রাস্তা বেহাল। অবিলম্বে ওই রাস্তা সংস্কারের দাবি জানিয়ে বেহাল রাস্তার উপর ত্রিপল বিছিয়ে পথ অবরোধে শামিল হল স্কুলের ছাত্রছাত্রীরা। মঙ্গলবার ঘাটাল থানার সুলতানপুর-হনুমানদুয়ার মোড়ের কয়েকটি স্কুলের পড়ুয়াদের উদ্যোগে ওই অবরোধ কর্মসূচি বেশ কয়েক ঘণ্টা চলে। তাদের সঙ্গে অভিভাবকরাও শামিল হয়েছিলেন। খবর পেয়ে পুলিস ও প্রসাশনিক আধিকারিকরা অবরোধ তুলে নেওয়ার জন্য বললেও পড়ুয়ারা তাদের সিদ্ধান্তে অনড় ছিল। অবশেষে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস গিয়ে রাস্তা সারানোর আশ্বাস দিলে সাড়ে তিন ঘণ্টা পর অবরোধ উঠে।  মহকুমা শাসক ওই রাস্তাটি আপাতত সাময়িক সংস্কার করার আশ্বাস দিয়েছেন বলে জানা গিয়েছে। 

    ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বিকাশ কর বলেন, রাস্তাটি সত্যিই খুব খারাপ। আমরা রাস্তাটি যত তাড়াতাড়ি সংস্কারের ব্যবস্থা করা যায় চেষ্টা করব।

    মাংরুল-খড়ার রাস্তার সুলতানপুর হনুমানদুয়ার মোড় থেকে একটি রাস্তা সুলতানপুরের পশ্চিমপাড়া পর্যন্ত গিয়েছে। প্রায় দেড় কিলোমিটারের দৈর্ঘ্যের আশেপাশে ওই রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার করা হয়নি বলে স্থানীয়দের অভিযোগ। রাস্তার উপর বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি হলেই জল জমে যায়। অথচ ওই রাস্তা দিয়েই তিনটি প্রাথমিক বিদ্যালয় এবং একটি হাই স্কুলের পড়ুয়ারা যাতায়াত করে। সুলতানপুর শিব-কালী বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অচিন্ত্য বন্দ্যোপাধ্যায় বলেন, বৃষ্টি হলে পড়ুয়াদের যাতায়াত করার সময় বেহাল রাস্তায় পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটছে। সাইকেল, বাইক ও অন্যান্য গাড়ি চলাচলেরও সমস্যা হয়। ওই গ্রামের বাসিন্দা সাহেব রায়, চিন্ময় বক্সি, সৌমেন বন্দ্যোপাধ্যায় বলেন, রাস্তাটি সংস্কারের জন্য বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। কিন্তু, কাজের কাজ কিছু হয়নি।

    এদিন স্কুলের ছাত্রছাত্রীরা ইউনিফর্ম পরেই পথ অবরোধ করে। রাস্তাতে ত্রিপল বিছিয়ে এবং মাথার উপর ত্রিপল টাঙিয়ে পথ অবরোধ শুরু করে। তাদের সঙ্গে শামিল হন অভিভাবকরাও। সকাল ১০টা থেকে অবরোধ শুরু হয়। ফলে, মাংরুল-খড়ার রাস্তায় যাতায়াতকারী বহু মানুষকে দুর্ভোগে পড়তে হয়। 

    গ্রাম পঞ্চায়েত প্রধান, পুলিস, বিডিও অফিসের প্রতিনিধিরা দফায় দফায় গিয়েও অবরোধ তুলে নেওয়ার জন্য পড়ুয়াদের অনুরোধ করেন। শেষে মহকুমা শাসক গিয়ে পড়ুয়া এবং অভিভাবকদের বুঝিয়ে ও শীঘ্রই রাস্তা সারানোর আশ্বাস দেওয়ায় অবরোধ তুলে নেওয়া হয়। ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বিকাশবাবু বলেন, ওই রাস্তা বেহাল হয়ে রয়েছে। প্রধান শিক্ষক অচিন্ত্যবাবু বলেন, স্কুল আসার সময় আমিও অবরোধে আটকে যাই।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)