• ক্লাসরুমের ছাদে ফাটল, বৃষ্টি হলে বিপদ বেহাল প্রাথমিকে
    বর্তমান | ২৩ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, হবিবপুর: জরাজীর্ণ অবস্থা প্রাথমিক বিদ্যালয়ের। তিনটি রুমের  ছাদে বড় ফাটল। বৃষ্টি পড়লেই সরাসরি জল এসে পড়ছে ক্লাসরুমগুলিতে। যে কোনও সময় ঘরের ছাদ ভেঙে পড়ার আশঙ্কা করছেন অভিভাবকরা। সংস্কার না হওয়ায় ঝুঁকি নিয়ে ক্লাস চালাতে হচ্ছে বলে জানায় স্কুল কর্তৃপক্ষ। ঘটনাটি বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েতের বেলতলাবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের।

    এই ব্যাপারে বামনগোলা পূর্বচক্রের অবর বিদ্যালয় পরিদর্শক উপাসনা বন্দ্যোপাধ্যায় বলেন, ক্লাসরুম সংস্কারের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।

    এই স্কুলে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৭৩ জন ছাত্র-ছাত্রী। দু’জন স্থায়ী ও দু’জন অস্থায়ী শিক্ষক-শিক্ষিকা দিয়ে বিদ্যালয়ের পঠনপাঠন চলে। বিদ্যালয়ের বিল্ডিং বহু পুরনো। তিনটি ঘরের মধ্যে দু’টি ক্লাসরুম ও একটি শিক্ষক-শিক্ষিকাদের জন্য রয়েছে। বৃষ্টি হলে ছাত্র-ছাত্রীদের নিরুপায় হয়ে শিক্ষক-শিক্ষিকাদের রুমে এনে বসাতে হয়। সেটির অবস্থা খারাপ হলেও বাকি দু’টি রুমের তুলনায় কিছুটা ভালো। ক্লাস রুমগুলির ছাদ সহ দেওয়ালে বড় বড় ফাটল থাকায় বৃষ্টি পড়লেই জল গড়িয়ে ঘরে ঢুকে পড়ে। দেওয়াল সহ ঘর জলে থইথই হয়ে যায়। 

    পঞ্চম শ্রেণির এক ছাত্রী ইমাকুলতা মুর্মু বলে, ক্লাসরুমে ছাদের প্লাস্টার মাঝে মাঝেই খসে পড়ে।  কিছু জায়গায় মেঝে ভেঙে গিয়েছে। 

    এই অবস্থায় শিশুদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন অভিবাবকরা। মৃণাল মুর্মু নামে স্থানীয় এক অভিভাবক জানান, একাধিকবার বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছি। অবিলম্বে নতুন ক্লাসরুম নির্মাণ করা হোক, তা না হলে পরবর্তীতে বিক্ষোভ দেখানো হবে স্কুলে।

    স্কুলের প্রধান শিক্ষক নিতাই সিকদার বলেন, বিষয়টি প্রশাসনের নজরে এনেছিলাম। কিছুদিন আগে এস্টিমেট তৈরি করে পাঠিয়েছি।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)