• দেড় মাস পর মুম্বই থেকে উদ্ধার হরিশ্চন্দ্রপুরের নাবালিকা, ধৃত ১
    বর্তমান | ২৩ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: বড় সাফল্য পুলিসের। দেড় মাস পর মুম্বইয়ের থানে থেকে উদ্ধার নাবালিকা। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার অপহরণকারী যুবক। পাচারের উদ্দেশ্যে, নাকি এর পিছনে হয়েছে অন্য কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিস। 

    পুলিস ও স্থানীয় সূত্রে খবর, হরিশ্চন্দ্রপুরের ইসাদপুরের এক নাবালিকা দেড় মাস আগে নিখোঁজ হয়ে যায়। পরিবারের লোক হরিশ্চন্দ্রপুর থানায় পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা আফসার আলি নামে এক যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করেন। অভিযোগ, ওই নাবালিকা টিউশনে যাওয়ার পথে অভিযুক্ত যুবক তাকে অপহরণ করে। তদন্ত শুরু করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিস। তারা জানতে পারে নাবালিকাকে নিয়ে মুম্বইতে রয়েছে অভিযুক্ত। হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকারের নির্দেশে সাব ইন্সপেক্টর শান্তনু ঘোষ এবং এএসআই শঙ্কর রজক নাবালিকাকে উদ্ধারের জন্য সেখানে যান। তারপর মুম্বইয়ের থানে থেকে উদ্ধার হয় ওই নাবালিকা। পরিবারের লোকের দাবি, পাচারের উদ্দেশ্য ছিল অভিযুক্তের। নাবালিকার মামা আব্দুল কালাম আজাদ বলেন, টিউশন যাওয়ার পথে আমার ভাগ্নিকে ওই যুবক অপহরণ করে। থানায় অভিযোগ করার পর যুবকের মা কে গ্রেপ্তার করার একদিন পর ছেড়ে দেয় পুলিস। হাইকোর্টে মামলা করি। দেড় মাস পর মুম্বই থেকে পুলিস ভাগ্নিকে উদ্ধার করে নিয়ে আসে এবং যুবককে গ্রেপ্তার করেছে। হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার বলেন, যুবককে মঙ্গলবার চাঁচল মহকুমা আদালতে তোলা হলে তার জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক।  ধৃত যুবককে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)