• স্নাতকোত্তরের এক পড়ুয়ার ফল স্থগিত নিয়ে অবস্থান গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে
    বর্তমান | ২৩ জুলাই ২০২৫
  • সংবাদদাতা মালদহ: স্নাতকোত্তর স্তরের এক পড়ুয়ার ফল স্থগিত রাখা নিয়ে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামকের ঘরের সামনে অবস্থান করলেন কয়েকজন ছাত্রছাত্রী। মঙ্গলবার এই অবস্থান খানিকক্ষণ চলে। পরে পরীক্ষা নিয়ামকের সঙ্গে কথা বলার পর অবস্থান সাময়িক প্রত্যাহার করে নেন বিশ্ববিদ্যালয়ের ওই পড়ুয়ারা। তৃণমূল ছাত্র পরিষদের সমর্থক হিসেবে অবস্থানকারীরা নিজেদের দাবি করলেও শাসক দলের ছাত্র সংগঠন অবশ্য ওই আন্দোলন থেকে নিজেদের সংস্রব অস্বীকার করেছে।

    বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, স্নাতকোত্তর বাংলা বিভাগের পড়ুয়াদের চূড়ান্ত ফলাফল সম্প্রতি প্রকাশিত হয়েছে। কিন্তু বাংলা বিভাগের স্নাতকোত্তর বিভাগের এক পড়ুয়ার ফল প্রকাশ না করে স্থগিত রাখা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতেই এদিনের অবস্থান ছিল। অবস্থানকারীদের একাংশের বক্তব্য, টিএমসিপি ইউনিটের সঙ্গে পরামর্শ করেই ওই অবস্থান করা হয়েছিল। এদিকে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক বিশ্বরূপ সরকার বলেন, কর্তৃপক্ষের নির্দেশ এবং ফ্যাকাল্টি কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ওই পরীক্ষার্থীর ফল স্থগিত রাখা হয়েছে। বাকি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বলতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস বলেন, ঘটনাটির সত্যতা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ওই পরীক্ষার্থীর ফল স্থগিত রাখা হয়েছে। বিষয়টি আপাতত কর্তৃপক্ষের বিবেচনাধীন।

    তবে, জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রসূন রায় বলেন, অবস্থানের কথা শুনেছি। দু’একটি বিভাগের পড়ুয়ারা অবস্থা করেছিলেন। আমাদের টিএমসিপি’র কেউ করেননি। তবে, ফর্ম পূরণের ফিজ বৃদ্ধি নিয়ে আমাদের কর্মসূচি রয়েছে. তা পরে জানানো হবে।

    এদিকে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, যে পরীক্ষার্থীর ফল স্থগিত রাখা হয়েছে, তাঁর এক নিকটাত্মীয় বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠনের সঙ্গে সরাসরি যুক্ত। নিকটাত্মীয় পরীক্ষা দিলে কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে পরীক্ষা ব্যবস্থা থেকে অব্যাহতি নিতে হয়। কিন্তু তিনি তা করেননি বলে পড়ুয়াদের একাংশের বক্তব্য। এছাড়াও ওই পরীক্ষার্থীর সংশ্লিষ্ট আত্মীয় পরীক্ষা নিয়ামককে জুলাই মাসের ৮ তারিখে পরীক্ষার ফল নিয়ে হুমকির সুরে কথা বলেন বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে। পরে পরীক্ষা নিয়ামক বিষয়টি জানানোর পর ফল স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ফ্যাকাল্টি কাউন্সিল। একই সঙ্গে পরীক্ষার্থীর যে আত্মীয়ের সম্পর্কে অভিযোগ উঠেছে, তাঁর বক্তব্যও কর্তৃপক্ষ শুনবে বলে জানা গিয়েছে।
  • Link to this news (বর্তমান)