• বাংলার বিরুদ্ধে বিজেপির ‘সন্ত্রাস’, রবি ঠাকুরের বোলপুর থেকে ‘ভাষা আন্দোলন’ শুরু মমতার
    প্রতিদিন | ২৩ জুলাই ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলার বিরুদ্ধে বিজেপি বিদ্বেষমূলক আচরণ করছে। বিজেপিশাসিত রাজ্যে থাকা বাঙালিদের বাংলাদেশি হিসেবে দাগিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। তারই প্রতিবাদে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদে সরব হয়েছেন। এবার বীরভূমের লালমাটি থেকে বাংলার বিরুদ্ধে বিজেপির ‘সন্ত্রাসের’ প্রতিবাদে আন্দোলন কর্মসূচি নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৮ জুলাই বোলপুরে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে। সেখানেই উপস্থিত থাকবেন জননেত্রী। রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুর থেকে ‘ভাষা আন্দোলন’ শুরুর মমতার। 

    বাংলা ভাষা ও বাঙালিদের উপর বিজেপিবিদ্বেষ দেখা যাচ্ছে। বিজেপিশাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ নেমে আসছে বলে অভিযোগ। বাংলায় কথা বলার অভিযোগে বাংলাদেশি দাগিয়ে জেলবন্দিও করা হচ্ছে বলে অভিযোগ। অত্যাচার করা হচ্ছে তাঁদের উপরে। সঠিক পরিচয়পত্র থাকার পরেও তাঁদের অনেককে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যেই কোচবিহার ও ফালাকাটার দুই বাসিন্দার নামে অসম সরকারের তরফে এনআরসির নোটিস পাঠানো হয়েছে। সেই বিষয়ে তীব্র প্রতিবাদ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই মুখ্যমন্ত্রী অভয় দিয়েছিলেন, বাংলায় তিনি এনআরসি চালু হতে দেবেন না। বাংলা, বাঙালি, বাংলা ভাষার উপর বিজেপি আঘাত হানছে বলে অভিযোগ। বাঙালি অস্মিতা রক্ষার জন্য মুখ্যমন্ত্রী আরও একবার পথে নামছেন বলে খবর।

    চলতি মাসের শেষেই বীরভূম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৮ জুলাই বোলপুরে প্রতিবাদ পদযাত্রায় মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন। বীরভূমের লালমাটি থেকেই গেরুয়া শিবিরের বিরুদ্ধে ঝড় তোলা হবে বলে মত রাজনৈতিক মহলের। গতকাল, সোমবার ২১ জুলাইয়ের মঞ্চ থেকে বাংলার বিরুদ্ধে বিজেপির ‘সন্ত্রাসে’র বিরুদ্ধে গর্জে উঠেছিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা-সহ একাধিক বিজেপিশাসিত রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে বলে অভিযোগ। বিজেপি ভোটের প্রচার বাংলাভাষা নিয়ে কথা বলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলায় এসে সভামঞ্চ থেকে বাংলা ভাষায় মাঝেমধ্যে দু’এক লাইন কথা বলেন। কিন্তু বাঙালিদের উপর আক্রমণ নিয়ে কোনও বার্তাই বঙ্গ বিজেপির তরফে অভিযোগ। শুধু তাই নয়, এসবের মধ্যে দিয়েই বাংলায় কেন্দ্রীয় সরকার এনআরসি চালুর চেষ্টা করছে বলে অভিযোগ। বাংলার অস্মিতা রক্ষার জন্য নেত্রী ধর্মতলার মঞ্চ থেকে প্রয়োজনে নতুন ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন। গতকাল জননেত্রী বলেছিলেন, “বাংলা ভাষার উপর চলছে বিশাল সন্ত্রাস। কে কোন ভাষায় কথা বলবে, কে কী খাবে, তা নিয়েও বলে দেবে ওরা! জেনে রাখবেন, এখানে সবার অধিকার রক্ষিত হবে।” মাতৃভাষা রক্ষায় দলের জনপ্রতিনিধিদের নির্দিষ্ট কর্মসূচিও বেঁধে দিলেন। বিবিধের মাঝে মহান মিলনের বাংলায় সব ভাষাভাষীর মানুষকে নিয়ে শনি-রবিবার মিছিল, মিটিংয়ের কথা বললেন তিনি। আর এবার বোলপুর থেকে তিনি ‘ভাষা আন্দোলন’ শুরু করছেন।

    রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি ও বাংলা ভাষার অহংকার, গর্ব। তাঁর কবিতা, লেখার মাধ্যমে গোটা বিশ্বে রবীন্দ্রনাথ ঠাকুর বন্দিত হন। শান্তিনিকেতন থেকে ভাষার দক্ষতা, কৃষ্টি নিয়ে চর্চা চলেছে বরাবর। আর সেই লালমাটির থেকেই ভাষা আন্দোলন শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
  • Link to this news (প্রতিদিন)