ষষ্ঠশ্রেণির ছাত্রীর সঙ্গে অভব্যতা! শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ, পুলিশকে লক্ষ্য করে ‘ইটবৃষ্টি’ অভিভাবকদের
প্রতিদিন | ২৩ জুলাই ২০২৫
ধীমান রায়, কাটোয়া: ষষ্ঠশ্রেণির ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ ঘিরে তুলকালাম কাণ্ড পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার নারায়ণপুর উচ্চ বিদ্যালয়ে। গ্রামবাসীরা জড়ো হয়ে স্কুল ঘেরাও করেন। অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে টিচার্স রুমে তালাবন্ধ করে রাখা হয়। প্রায় ঘণ্টা তিনেক পর আয়ত্তে আসে পরিস্থিতি। ভাতার থানার পুলিশবাহিনী অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে করে নিয়ে যায়। তবে শিক্ষককে উদ্ধার করতে গিয়ে হিমশিম খেতে হয় পুলিশকে। বিশেষ করে মহিলারা রীতিমতো পুলিশ আধিকারিক ও কর্মীদের হেনস্তা করে বলে অভিযোগ। পুলিশের লক্ষ্য করে ইট, পাটকেলও ছোঁড়া হয়!
পূর্ব বর্ধমানের ভাতারের নারায়ণপুর উচ্চ বিদ্যালয়ে প্রায় সাড়ে চারশো ছাত্রছাত্রী রয়েছে। ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী সোমবার ছুটির পর বাড়িতে গিয়ে অভিভাবকদের জানায় স্কুলের কর্মশিক্ষা বিষয়ের শিক্ষক শ্যামাপদ গায়েন তার সঙ্গে অশালীন আচরণ করেছে। ছাত্রীর বাবা-মা আজ, মঙ্গলবার ঘটনার কথা প্রতিবেশীদের কাছে জানান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রীর বাবা-মা পাড়াপড়শিদের কাছে ঘটনার কথা বলার পর বারোটা নাগাদ ছাত্রীর পরিবার-প্রতিবেশীরা স্কুলে যান। ততক্ষণে গ্রামের অন্যান্য পাড়ায় খবর চলে যায়। বিভিন্ন পাড়া থেকে লোকজন ভিড় করেন স্কুলে। ওই শিক্ষককে চেপে ধরেন গ্রামবাসীরা। তখন স্কুলের প্রধান শিক্ষক অভিযুক্তকে রক্ষা করতে টিচার্স রুমে ঢুকিয়ে তালা দিয়ে দেন। এদিকে স্কুলের বাইরে চলতে থাকে বিক্ষোভ।
ইতিমধ্যে খবর যায় পুলিশের কাছে। পুলিশ উত্তেজিত গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করে। বিকেল প্রায় সাড়ে চারটে নাগাদ অভিযুক্ত শিক্ষককে স্কুল থেকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। স্থানীয়দের অভিযোগ এর আগেও স্কুলে ওই ধরনের ঘটনা ঘটেছিল। কিন্তু তখন লোকলজ্জার ভয়ে অভিভাবকরা প্রকাশ্যে আনেননি। তবে পুলিশ সূত্রে খবর, এদিন বিকেল থানায় অভিযোগ দায়ের হয়নি।